দুর্গাপুজোয় হিন্দুদের নিরাপত্তার আশ্বাস দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত বছরের মতো এবারও দুর্গোৎসবে কোনও অপ্রীতিকর ঘটনা বা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারে এমন ঘটনা ঘটতে না পারে তার🎶জন্য কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন শেখ হাসিনা। সেখানে ভার্জিনিয়ায় একটি হোটেলে যুক্তরাষ্ট্রীয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। সেই বৈঠকে তিনি দুর্গাপুজোয় নিরাপত্তার আশ্বাস দেন।
আরও পড়ুন: ছুটির দিনে পুজোর শপিংয়ের প্ল্যান? কলকাতার কোন মেট্র🦋ো কখন চলবে? দেখুন টাইমটেবিল
বৈঠকে সংগঠনটির পক্ষে উপস্থিত ছিলেন অধ্যাপক নবেন্দু দত্ত, শিতাংশুবিকাশ গুহ, রূপ কুমার ভৌমিক, ড. দিলীপ কুমার ⛎নাথ, শ্যামল চক্রবর্তী এবং শুভ রায়। সেখানে ৩০ মিনিট ধরে সংগঠনের প্রতিনিধির সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হয়। নিরাপত্তার আশ্বাস দেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী তাঁর সরকারের আমলে দুর্গাপুজোর সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং সরকার সংখ্যালঘুদের জন্য কী কী পদক্ষেপ করেছে সে বিষয়টিও তুলে ধরেন। তিনি বলেন, ‘বাংলাদেশের সংবিধান অনুযায়ী সকল নাগরিকের সমান অধিকার রয়েছে।’
বৈঠক প্রসঙ্গে অধ্যাপক নবেন্দু দত্ত জানান, সংখ্যালঘুদের দুর্গাপুজোয় নিরাপত্তার বিষয়ে প্রধানমন্ত্রীর আশ্বাস ইতিবাচক বলে মনে হয়েছে। একই সঙ্গে এদিনের বৈঠকে প্রধা♈নমন্ত্রী মনে করিয়ে দেন, বিএনপি জমানায় বহু সংখ্যালঘু অত্যাচারে দেশ ছেড়েছিলেন❀। কিন্তু, তাঁর সরকারের আমলে শান্তি প্রতিষ্ঠা হয়েছে। ফলে অনেকেই ভারত থেকে দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রীর বক্তব্য, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের সংখ্যালঘুরা নিরাপদে থাকবেন না।