বন্ধুদের সঙ্গে লুকোচুরি খেলতে গিয়ে বাংলাদেশ থেকে একেবারে মালয়েশিয়ায় পৌঁছে গেল ১৫ বছর বয়সি যুবক। গত ১১ জানুয়ারি বাংলাদেশের বৃহত্তম বন্দর শহর চট্টগ্রামে বন্ধুদের সঙ্গে লুকোচুরি খেলছিল ১৫ বছর বয়সি ফাহিম। এর জন্য কন্টেইনারে গিয়ে লুকিয়ে পড়ে সে। এরপর সেই কন্টেইনারে আটকে পড়ে ৩৭০০ কিমি দূরে অন্য এক দেশে পৌঁছে যায় ফাহিম। ১১ জানুয়ারি কন্টেইনারে আটকা পড়া ফাহিম শেষ পর্যন্ত খোলা হাওয়ায় নিশ্বাস নেয় ১৭ জানুয়ারি। তবে ততদিনে সে ভিনদেশে পৌঁছে গিয়েছে। (আরও পড়ুন: অবশেষে আদালতে আত্মসমর্পণ মৌ🐽রবিকা🐲ণ্ডের মূল অভিযুক্ত ওরেভা গোষ্ঠীর প্রধানের)
১৭ জানুয়ারি মালয়েশিয়ার ক্লাং বন্দরে এসে পৌঁছায় বাংলাদেশি জাহাজটি। সেই জাহাজ থেকে একে একে কন্টেইনারগুলি নামানো হয় তখন। সেই সময়ই একটি কন্টেইনারের ভিতর থেকে উদ্ধার করা হয় ফাহিমকে। পরে ফাহিমকে একটি স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়। সুস্থ হয়ে উঠলে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে বলে জানা গি🌠য়েছে।
জানা গিয়েছে, বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে তার বন্ধুদের সঙ্গে লুকোচুরি খেলছিল ১৫ বছরের কিশোর ফাহিম। বন্দরে রাখা একটি শিপিং কন্টেইনারে লুকিয়েছিল সে। কন্টেইনারে ভিতরে থাকা অবস্থাতেই সেটি তালাবন্ধ হয়ে যায়। কন্টেইনার থেকে না বের হতে পেরে ফাহিম সেখানেই ঘুমিয়ে পড়েছিল। সেই অবস্থাতেই কন্টেইনারটি মালয়েশিয়া নিয়ে যাওয়ার জন্য একটি জাহাজে তোলা হয়। জাহাজটি ১৭💮 জানুয়ারি চট্টগ্রাম বন্দর থেকে মালয়েশিয়ার ক্লাং বন্দরে পৌঁছয়।
পরে ক্লাং ব্দরে কন্টেইনারটি থেকে মাল নামানোর সময় বেরিয়ে আসে ফাহিম। সে স্থানীয় ভাষা বলতে বা বুঝতে পারছিল না। তাই তার সঙ্গে কথা বলতে পারেননি বন্দরকর্মীরা। তারা সন্দেহ করেন, কোনও মানব পাচারকারী চক্র তাকে ওই কন্টেইনারে করে পাচার করার চেষ্টা করেছে। অবিলম্বে তারা মালয়েশিয়ার পুল෴িশকে খবর দেয়। পুলিশ এসে ফাহিমকে জেরা করে জনতে পারে, ছেলেটি নিজের ভুলেই কন্টেইনারে আটকে পড়েছিল। তারপর থেকে ৬ দিন ধরে তার ভিতরেই আটকে ছিল সে। ভিতর থেকে সাহায্যের জন্য সে অনেক চিৎকার করেছিল, কিন্তু বাইরে থেকে কেউ তার গলার আওয়াজ শুনতে পায়নি। পরে তাকে একটি অ্যাম্বুল্যান্সে𝔍 করে স্থানীয় এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার চিকিৎসা চলে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক //htipad.onelink.me/277p/p7me4aup