এক বা দু'দিন নয়, আগামী মাসে (অগস্ট) দেশের বিভিন্ন প্রান্তে ১৫ দিন বন্🎃ধ থাকবে ব্যাঙ্ক। সেই মাসে দ🐼েশের বিভিন্ন প্রান্তে বিভিন্নরকম উৎসব, অনুষ্ঠান আছে। তাই সার্বিকভাবে বিভিন্ন প্রান্তে বিভিন্ন দিন ছুটি আছে।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ছুটির তালিকা অনুযায়ী, আগামী মাসে সবথেকে বেশি ছুটি আছে কোচি এবং তিরুবনন্তপুরমে। দুই জায়গায় সাপ্তাহিক ছুটির পাশাপাশি ২০ থেকে ২৩ অগস্টের মধ্যে তিনটি ছুটি আছে। ২০ অগস্ট আছে মহরম বা ওনামের প্রথম দিন। পরদিন আছে তিরুবনাম। ২৩ অগস্ট পালিত হবে শ্রী নারায়ণ গুরু জয়ন্তী। এছাড়াও প্যাট্রিয়টস ডে, পার্সি নꦗববর্ষ, মহরম, জন্মাষ্টমীর মতো বিভিন্ন উৎসব, অনুষ্ঠানের জন্য দেশের বিভিন্ন প্রান্তে ছুটি থাকছে।
একনজরে দেখে নিন অগস্টে দেশের বিভিন্ন প্রান্তের ব্যাঙ্কের ছুটির তালিকা -
১) ১৩ অগস্ট - ইম্ফল।
২) ১৬ অগস্ট - বেলাপুর, মুম্বই, নাগপুর।
৩) ১৯ অগস্ট - আগরতলা, আমদাবাদ, বেলাপুর, ভোপাল𒉰, হায়দরাবাদ, জয়পুর, জম্মু, কানপুর, কলকাতা, লখনউ, মুম্বই, নাগপুর, নয়াদিল্লি, পাটন🎀া, রায়পুর, রাঁচি এবং শ্রীনগর।
৪) ২০ অগস্ট - বেঙ্গালুরু, চেন্ন🐠াই, কোচি এবং 🎃তিরুবনন্তপুরম।
৫) ২১ অগস্ট - কোচি এবং তিরুবনন্তপুরম।
৬) ২৩ অগস্ট - কোচি এবং তিরুবনন্তপুরম।
৭) ৩০ অগস্ট - আমদাবাদ, চণ্ডীগড়, চেন্নাই, দেরাদুন, গ্ꦫযাংটক, ইম্ফল, জয়পুর, জম্মু, কানপুর, লখনউ, পাটনা, রায়পুর, রাঁচি, শিলং শিমলা এবং শ্রীনগর।
৮) ৩১ অগস্ট - হায়দরাবাদ।
সাপ্তাহিক ছুটি :
১ অগস্ট (রবিবার), ৮ অগস্ট (রবিবার), ১৪ অগস্ওট (দ্বিতীয় শনিবার), ১৫ অগস্ট (রবিবার, স্বাধীনতা দিবস), ২২ অগস্ট ♏(রবিবার), ২৮ অগস্ট (চতুর্থ শনিবার), ২৯ অগস্ট (রবিবার)।