ব্যাঙ্কের কাজ পড়ে আছে? সামনের সপ্তাহেই সারুন। আগামী ২৭ মার্চ থেকে ৪ এপ্রিলের মধ্যে মাত্র ২ দিন খোলা ব্যাঙ্ক। ফলে, ওই ২ দিন ভিড় হতে পারে অনেকটাই বেশি। ভিড় এড়াতে হলে অপেক্ষা করতে হতে পারে সেই ৪ এপ্রিল পর্যন্ত।আগামী ২৭ মার্চ থেকে ২৯ মার্চ ব্যাঙ্ক পর পর তিনদিন বন্ধ থাকবে। মাসের চতুর্থ শনিবার হিসাবে ২৭ তারিখ ছুটি। তারপরের দিন রবিবার। আর সোমবার(২৯ মার্চ) হোলি।হোলির পরের দিন ৩০ তারিখ। সেই দিন ব্যাঙ্ক খোলা থাকবে। তার পরের দিন ৩১ মার্চও ব্যাঙ্ক খোলা। কিন্তু ইয়ার এন্ডিংয়ের চাপের কারণে সেই সময়ে ব্যাঙ্ককর্মীদের উপর থাকে অতিরিক্ত চাপ। ফলে সেই সময়ে কোনও কোনও স্থানে গ্রাহক পরিষেবা থাকে বন্ধ। তারপরের দিন ১ এপ্রিলও ইয়ার্লি ক্লোজিংয়ের জন্য বন্ধ।তারপরের দিন ২ এপ্রিল গুড ফ্রাইডে-র ছুটি। ফলে সেই দিনও দেশজুড়ে ব্যাঙ্ক বন্ধ থাকবে।এরপর ৩ এপ্রিল (শনিবার) ব্যাঙ্ক খোলা থাকবে। তার পরবর্তী দিন ৪ এপ্রিল আবার রবিবার পড়েছে।আপনাদের সুবিধার জন্য সাজিয়ে দেওয়া হল নির্ঘন্ট: ছুটির দিনে কিছু শাখা-বিশেষে ব্যাতিক্রম হতে পারে। যেমন পাটনায় হোলির পরের দিন ছুটি থাকে।