দ্বিতীয় ও চতুর্থ শনিবার এবং রবিবার ছাড়াও উৎসবের মরশ꧋ুমে বেশ কয়েকদিন ছুটি থাকতে চলেছে বেসরকারি এবং রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি। আরবিআই নির্দেশিক🌠া অনুযায়ী, জাতীয় ছুটির দিন এমিতেই দেশজুড়ে ব্যাঙ্ক থাকবে। তাছাড়া আঞ্চলিক কিছু ছুটিও অন্তর্ভুক্ত হয় এই তালিকায়। আঞ্চলিক ছুটিগুলির বিষয়ে সিদ্ধান্ত নেয় সংশ্লিষ্ট রাজ্য সরকার।
একনজরে ছুটির তালিকা:
১) অক্টোবর ১ - ব্যাংক অ্যাকাউন্টের অর্ধবার্ষিক বন্ধ (গ্যাংট♕ক)
২) অক্টোবর ২ - গান্ধী জয়ন্তী (সমস্ত রাজ্য)
৩) অক্টোবর ৩ - রবিবার
৪) অক্ট🍷োবর ৬- মহালয়া (আগরতলা, বেঙ্গালুরু, কলকাতা)
৫) অক্টোবর ৭ - লেন📖িংথু সানামাহি-র মেরা চাওরেন হাউবা (ইম্ফাল💝)
৬) অক্টোবর ৯- দ্বিতীয় শনিবার
৭) অক্টোবর ১০ - রবিবার
৮) অক্ট♊োবর ১২- দুর্গাপূজা (মহা সপ্তমী)/ (আগরতলা, কলকাতা)
৯) ⛦অক্টোবর ১৩- দুর্গা পূজা (মহা অষ্টমী)/ (আগরতলা, ভুবনেশ্বর, গ্যাংটক, গুয়াহাটি, ইম্ফাল, কলকাতা, পাটনা, রাঁচি)
১০) অক্টোবর ১৪ - দুর্গাপূজা/দশেরা (মহা নবমী)/আয়ুথা পূজা (আগরতলা, বেঙ্গালুরু, চেন্নাই, গ্যাংটক, গুয়াহাটি, কানপুর, কোচি, কলকাতা, লখনউ, পটনা, রাঁচি, শিলং, শ্রীনগর, তিরুবনন্🎀তপুরম)
১১) 🍬অক্টোবর ১৫ - দুর্গাপূজা/দশরা/বিজয়া দশমী। ইম্ফাল এবং সিমলা ছাড়া সব ব্যাঙ্ক🐭 সেদিন ছুটি থাকবে।
১২) অক্টোবর ১৬ - দুর্গা পূজা (গ্যাংটক)
১৩) অক্টোবর ১৭ - রবিবার
১৪) অক্টোবর ১৮ - কাটি বিহু (গুয়াহাটি)
১৫) অক্টোবর ১৯ - ইদ-ই-মিলাদ (নবী মোহাম্মদের জন্মদিন) / বড়ভ♏াফাত (আহমেদাবাদ, বেলাপুর, ভোপাল, চেন্নাই, দেরাদুন, হায়দরাবাদ, ইম্ফাল, জম্মু, কানপুর, কোচি , লখনউ, মুম্বাই, নাগপুর, নয়াদিল্লি, রায়পুর, রাঁচি, শ্রীনগর, তিরুবনন্তপুরম)
১৬) অক্টোবর ২০ - মহর্ষি বাল্মিকির জন্মদিন/লক্ষ্মী পূজা/ইদ-ই-মিলাদ (আগরতলা, বেঙ্গালুরু, চণ্ড💧ীগড়, কলকাতা, সিমলা)
১৭) অক্টোবর ২২ - ইদ-ই-মিলাদ-উল-নবী-র পরের শুক্ꦏরবার (জম্মু, শ্রীনগর)
১৮) অক্টোবর ২৩ - চতুর্থ শনিবার
১৯) অক্টোবর ২৪ - রবিবার
২০) অক্টোবর ২৬ - অ্যাকসেশনে দিন (জম্মু, শ্রীনগর)
২১) অক্টোবর ৩১ - রবিবার