সাধারণ বাজেটে বাংলাকে উপেক্ষা করা হয়েছে বলে সরব হলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের পেশ করা বাজেটে পশ্চিমবঙ্গের জন্য বিশেষ কোনও বরাদ্দের ঘোষণা শোনা যায়নি। বাজেট ভাষণ শেষের পর সংসদ চত্বরে সাংবাদিকদের অভিষেক ফের একবার মোদী সরকারের🉐 বিরুদ্ধে বাংলার বিরুদ্ধে♛ বঞ্চনার অভিযোগে সরব হন। সঙ্গে দাবি করেন, আগামী নির্বাচনগুলিতে এর জবাব দেবে পশ্চিমবঙ্গের বাসিন্দারা।
আরও পড়ুন - তৃণমূলে এমন কোꩵনও নেতা নেই যিনি…, মমতার ‘বিবেকবান চাই’ মন্তব্যকে কটাꦚক্ষ দিলীপের
পড়তে থাকুন - টিউশন পড়ে পꦑ্রেমিকদের সঙ্গে দেখা করতে গিয়েছিল ২ নাবালিকা, পরিণত হল ভয়ানক
এদিন অভিষেক বলেন, ‘বাজেটে বিহার ও অন্ধ্র প্রদেশকে দু’হাত উপুড় করে দেওয়া হয়েছে। দেওয়া হোক তাতে আমাদের আপত্তি নেই। কিন্তু বাংলাকে বঞ্চনা করা হচ্ছে কেন? যে বাংলা স্বাধীনতা সংগ্রামে অগ্রণী ভূমিকা নিয়েছে, নবজাগরণে অগ্রণী ভূমিকা নিয়েছে তাཧকে কেন্দ্রীয় সরকার লাগাতার বঞ্চনা করে চলেছে। এই বঞ্চনা বাংলার মানুষ সহ্য করবে না। আগামী নির্বাচনে এর জবাব দেবে বাংলার মানুষ।’
অভিষেকের জবাব খণ্ডন ক🦩রে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, দেশের বেশ কয়েকটি রাজ্য ভেঙে নতুন রাজ্য হয়েছিল। তার মধ্যে ২টি রাজ্য হল বিহার ও অন্ধ্র প্রদেশ। তাদের অনেক দিনের🌜 দাবিদাওয়া ছিল। সেই দাবিগুলো মেটানোর চেষ্টা করা হয়েছে। তাড়া প্রতিবেশী রাজ্যের উন্নয়ন হলে তার সুফল তো বাংলাও পাবে। অমৃতসর থেকে কলকাতা পর্যন্ত অর্থনৈতিক করিডর তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে। তাতে গয়ার উন্নয়ন হলে পশ্চিমবঙ্গের উন্নয়ন হবে না কেন?
আরও পড়ুন - আদালের নির্দেশে অযোগ্যদের জেরায় শিক্♏ষা দফতরে🎶র বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ CBIএর
কেন্দ্রীয় বাজেটে পূর্ব ভারতে অর্থনৈতিক উন্নয়নের জন্য ‘পূর্বোদয়’ নামে একটি প্রকল্🤡প ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থম𝄹ন্ত্রী। এই প্রকল্পে রয়েছে পশ্চিমবঙ্গও। এই প্রকল্পের অধীনে পরিকাঠামো উন্নয়নের কাজ হবে বলে জানিয়েছেন তিনি।