দুর্গাপুজোয় ভারত গৌরব স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল। ভারত গৌরব স্পেশাল ট্যুর প্যাকেজের আওতায় কলকাতা থেকে রাজস্থান পর্যন্ত সেই ট্যুরিস্ট স্পেশাল ট্রেন চালানো হবে। পূর্ব রেলের তরফে জানানো 🔜হয়েছে, দুর্গাপুজোর সময় অসাধারণ অনুভূতি হবে পর্যটকদের। যে পুরো ট্যুরের পরিকল্পনা করেছে ইন্ডিয়ান রেলওয়ে কেটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (IRCTC)।
কলকাতা-রয়্যাল রাজস্থান ভারত গৌরব স্পেশাল ট্যুর প্যাকেজ
১) কতদিনের ট্যুর হবে? ১১ দিন/১২ রাতের ট্যুর হবে।
২) কবে কলকাতা থে🅰কে কলকাতা-রয়্যাল রাজস্থান ভারত গৌরব ট্রেন ছাড়বে? মহাষষ্ঠীতে (২০ অক্টোবর) কলকাতা থেকে ট্রেন ছাড়বে।
৩) কলকাতা, ব্যান্ডেল জংশন, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, ধানবাদ, গোমো, পরশনাথ, হাজারিবাগ রোড, কোডার্মা, গয়া, দেহরি অন শোন, সাসারাম, দীনদয়াল উপাধ্যায় জংশন-সহ যাত্রাপথের বি🐲ভিন্ন꧑ স্টেশনে ওঠানামার সুবিধা থাকবে।
আরও পড়ুন: Dooars tour: পাহাড়ে চড়ার ঝক্কি নিতে চাই🔥ছেন না? রকি আইল্যান্ড যান, মূর্তি নদীর ধারে তাঁবু
৪) আজমেঢ়, উদয়পুর, চ𝔉িত্তগঢ়, আবু রোড, জোধপুর, জয়সলমের, বিকানের, জয়পুরের মতো বিখ্যাত পর্যটনস্থল হয়ে যাবে সেই ভারত গৌরব স্পেশাল ট্যুরিস্ট ট্রেন।
৫) কত টাকা খরচ পড়বে? ভারত গৌরব স্পেশাল ট্যুরিস্ট ট্রেন ইকোনমি ক্লাসে মাথাপিছু যাত্রীর খরচ হবে ২০,৬৫০ টাকা। স্ট্যান্ডার্ড ক্লাসে মাথ༒াপিছু ৩০,৯৬০ খরচ পড়বে। আর কমফর্ট ক্লাসে মাথাপিছু খরচ পড়বে ৩৪,১১০ টাকা।
আরও পড়ুন: Offbeat Kalimpong: রেলি নদীর ধারে ছবির♔ মতো কালিম্পংয়ের গ্রাম, ঘুরে আসুন সান্তুক, ম♊ন ভালো হয়ে যাবে
৬) কীভাবে কলকাতা-রয়্যাল রাজস্থান ভারত গৌরব স্পেশাল ট্যুর প্যাকেজের জন্য টিকিট বুক করতে হবে? ইন্ডিয়ান রেলওয়ে কেটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশনের () অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে টিকিট কাꦗটতে হবে। অথবা আইআরসিটিসির কাস্টমার কেয়ার নম্বꦯরে ফোন করতে পারবেন।
এবার দুর্গাপুজো কবে পড়েছে?
২০২৩ সালে দুর্গাপুজো কিছুটা পরে পড়েছে। ১৪ অক্টোবর (২৬ আশ্বিন) পড়েছে মহালয়া। ষষ্ঠী পড়েছে ২০ অক্টোবর꧟ (২ কার্তিক)। আগামী ২১ অক্টোবর (৩ কার্তিক) পড়েছে মহাসপ্তমী। মহাষ্টমী এবং মহানবমী পড়েছে যথাক্রমে ২২ অক্টোবর (৪ কার্তিক) এবং ২৩ অক্টোবর𒁏 (৫ কার্তিক)। আগামী ২৪ অক্টোবর পড়েছে বিজয় দশমী (৬ কার্তিক)।
(এই খ🍃বরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক