শনিবার মহারাষ্ট্রের থানের ভিওয়ান্ডি বর্ধমান 💛বিল্ডিংয়ে ভেঙে পড়ে বহুতল। তড়িঘড়ি শুরু হয় উদ্ধার কাজ। এদিকে, সেই ধ্বংসস্তূপের মধ্য থেকে রবিবার সকালে জীবিত অবস্থায় উদ্ধার হয়েছেন একজন। টানা ১৮ ঘণ্টা ধ্বংসস্তূপের মধ্যে থাকার পর তাঁর এই জীবীত অবস্থায় উদ্ধাররের ঘটনায় অনেকেই আশা ফিরে পাচ্ছেন।
ইতিমধ্যেই শনিবার, মহারাষ্ট্রের ভিওয়ান্ডিতে বিল্ডিং ভেঙে পড়ার ঘটনায় ৪ জনের মৃত্যু ꦑহয়েছে। ৭ জন সম্ভবত ধ্বংসস্তূপের মধ্যে আটকে পড়েছেন। এদিকে, পুরোদমে চলেছে উদ্ধারকাজ। সেই উদ্ধারকাজের সময়ই রবিবার ♊সকালে উদ্ধার করা হয় ৩৮ বছর বয়সী ওই ব্যক্তিকে। উল্লেখ্য, এখনও চলছে উদ্ধারকাজ। থানের পুরসভার তরফে বলা হয়েছে,' মহারাষ্ট্রের থানে ভিওয়ান্ডি ভবন ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪ জনে দাঁড়িয়েছে। আরও উদ্ধার অভিযান চলছে।' যাতে আটকে পড়া বাকিদেরও তৎপরতার সঙ্গে উদ্ধার করা যায়, তার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। এখনও পর্যন্ত ১২ জনকে উদ্ধার করা হয়েছে। যাঁদের মধ্যে ওই ৩৮ বছর বয়সী ব্যক্তি একজন।
( ‘আমি সাপ, কিন্তুꦜ…’, খাড়গের ‘বিষধর’ মন্তব্যে কন্নড়ভূম থেকে 💎জবাব মোদীর)
মহারাষ্ট্রের বুকে এই ঘটনার জেরে উদ্ধারে হাত মিলিয়েছে এনডিআরএফ ও টিডিআরএফ। 'থানে ডিজাস্টার রেসপন্স ফোর্স' তথা টিডিআরএফ ও ‘ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স’ বা এনডিআরএফ এই ঘটনার জেরে তৎপরতার সঙ্গে ময়দᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚানে নামে উদ্ধার কাজে। উল্লেখ্য, শনিবার থানের কৈলাসনগর ওয়ালপাড়া এলাকার ভিওয়ান্ডি বর্ধমান কম্প্লেক্স ধসে যায়। বিকেলের দিকে এই ঘটনার পর উদ্ধার কাজ কয়েক ঘণ্টার মধ্যেই শুরু হয়ে যায়। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে জানিয়েছেন, এই ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তিনি মৃতদের পরিবার পিছু ৫ লাখ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেন।
এই খবরটি আপনি পড়তেꦜ পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক