রাশিয়া যে ধীরে ধীরে ইউক্রেনের বুকে হামলার প্রস্তুতি নিচ্ছে, তার আগাম তথ্য মার্কিন গোয়েন্দা রিপোর্টে ছিল। আর তা ইউক্রেনের রাষ্ট🦄্রনেতা ভলদমির জেলেনেস্কি 'শুনতে চাননি' বলে জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো ব💛াইডেন।
আজ প্রায় চার মাস কেটে গিয়েছে ইউক্রেনের ওপর রাশিয়ার বিধ্বংসী যুদ্ধ শুরুর থেকে। এদিকে, সদ্য ইউক্রেনের পক্ষে সমর্থন আদায় করতে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন লস অ্যাঞ্জেলাসে সভা করছিলেন। সেই সময়ই তিনি এই কথা তুলে ধরেন। বাইডেন বলেন, 'এমন কোনও ঘটনা ঘটেনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে। আমি জানি, অনেকেই মনে করছেন যে, আমি একটু বাড়িয়ে বলছি। তবে আমি জানতাম উনি (ভ্লাদিমির পুতিন) সীমান্ত পার করে এগোবেন,.. তা নিয়ে সন্দেহ ছিল না। ... আর তা শুনতে চাননি জেলেনস্কি।' উল্লেখ্য, জেলেনস্কি ইতিমধ্যেই তাঁর নেতৃত্বের বলিষ্ঠতা আদৌ দেশকে দিতে পেরেছেন কি না, তা নিয়ে রয়েছে বহু বিতর্ক। আসছেন কেন্💧দ্রীয় মন্তꩲ্রী, বন্ধ রাখতে হবে মদের দোকান! গোয়ায় প্রশাসনিক নির্দেশ ঘিরে
উল্লেখ্য, চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি রুশ সেনা ইউক্রেনে হামলার পথে অগ্রসর হয়। সেই সময় আমেরিকা বহু তথ্যে ইউক্রেনকে সাবধান করতে থাকে। যদিও ইউক্রেনের বিপদের সময় আমেরিকা কূটনৈতিকভাবে সেদেশটির পাশে থাকলেও সামরিক দিক থেকে ইউক্রেনকে আশাতীত সাহায্য করেনি। তা নিয়ে বাইডেন প্রশাসন বহু সমালোচনার সম্মুখীন হয়। উল্লেখ্য, মনে করা হচ্ছিল আমেরিকা যখন ইউক্রেনকে যুদ্ধের বিষয়ে সতর্ক করছিল, তখন ইউক্রেনের রাষ্ট্রনেতা জেলেনস্কি দেশের অর্থনীতি নিয়ে বেশি উদ্বিগ্ন ছিলেন। অনেকেই মনে করেন, যে জেলেনস্কি ভেবেছিলেন রাশিয়া শুধুই যুদ্ধ যুদ্ধ খেলা নিয়ে ফাঁকা আওয়াজ দিচ্ছে। তবে পরবর্তীতে রুশ আগ্রাসন কার্যত 🧸রক্তবন্যা বইয়ে দিয়েছে ইউক্রেনে।