ফসলের নাড়া বা গোড়াগুলি জ্বালানো রুখতে এবার কৌশল প্রয়োগ করল বিহার সরকার। রাজ্য প্রশাসন সূত্রে খবর, এবার থেকে আসন্ন মরশুমের আগে যারা কৃষিকাজের জন্য মেশিন ভাড়া করবেন তাদেরকে বিশেষ মুচলেকায় সই করতে হবে। মূলত কোনওভাবেই তাঁরা নাড়া জ্বালাবেন না সেটা নিশ্চিত করতে হবে। শুক্রবার এনিয়ে সমস্ত জেলাশাসকদের কাছে নির্দেশ পাঠা𓆉নো হয়েছে। ডেভেলপমেন্ট কমিশনার আমির শুভানি ও কৃষি সচিব এন সারাভানা কুমার এনিয়ে নির্দেশিকা পাঠিয়েছেন। কৃষি সচিব জানিয়েছেন, বায়ু দুষণ ও ভূমিক্ষয় রোধ করতে আমরা কোনওভাবে ফসলেন নাড়া জ্বালাতে দেব না। এজন্য আমরা বিশেষ পদক্ষেপ নিচ্ছি।
দফতর সূত্রে খবর রোহতাস, ভোজপুর, বক্সার, নওদা সহ♚ বিহারের বিভিন্ন প্রান্তে ফসলের গোড়া জ্বালানো হয়। এনিয়ে বার বার সচেতন করেও কিছু হয়নি। এদিকে মেশিন ব্যবহার করার আগে ফসলের অবশিষ্ট অংশ জমি থেকে সরানোর জন্য সেগুলিকে পুড়িয়ে দেওয়া হয়। এর জেরেই ব্যপক বায়ু দুষণ হয়। মাটির গুণও এতে কমে যায়। তবে এবার এই ধরনের কাজ রুখতে কোমর বেঁধে নামছে বিহার প্রশাসন। স্যাটেলাইট ইমেজের মাধ্যমেও কোথায় ফসলের নাড়া পোড়ানো হচ্ছে তা খেয়াল রাখা হবে। সেটি জেলা কৃষি দফতরে ও জেলাশাসকের দফতরে পাঠানো হবে। এমনকী যারা ফসলের গোড়া পুড়িয়ে বায়ু দুযণ করবেন তাদের ছবি সহ নাম পঞ্চায়েত ভবনে টাঙিয়ে দেওয়া হবে। এর সঙ্গে প্রয়োজনে কৃষিক্ষেত্রে তার সরকারি সুবিধাও বন্ধ করে দেওয়া হবে। একগুঁয়ে চাষিরা যাতে একটু লজ্জা পান সেকারণে এটা করার কথা ভাবা হচ্ছে।জানিয়েছেন কৃষি সচিব।