ফেসবুকে উস্কানিমূলক পোস্টের জন্য বিহারে গ্রেফতার করা হল এক ব্যক্তিকে। গ্রেফতার হওয়া ব্যক্তির দাবি, তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। যে পোস্ট নিয়ে শোরগোল, সেখানে লেখা ছিল ‘ভারতও একদিন🍷 পাকিস্তান হবে’। বিহারের পুর্নিয়া থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
জামশেদ শকিল নামে ধৃত ওই ব্যক্♔তি দাবি করেছেন যে তাঁর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। তাঁকে কালিয়াগঞ্জে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করে নিয়ে যায় তাঁর পুলিশ। দেখা যআয়, ফেসবুকে শাকিলের অ্যাকাউন্ট থেকে ওই পোস্ট হয়েছে। যেখানে🌞 লেখা হয়েছে, ‘ভারতও হবে পাকিস্তান একদিন’। শাকিল জানান, তাঁর ফেসবুক অ্যাকাউন্টে কী ঘটছে সে সম্পর্কে তাঁর কোনও ধারণা নেই। তিনি মাত্র ২৪ ঘণ্টা আগে জানতে পেরেছেন যে, তাঁর অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। এদিকে, স্থানীয় পুলিশের দাবি, শাকিল আগেও এমন বিতর্কিত ও উস্কানিমূলক পোস্ট ফেসবুকে করেছেন। এমন কাণ্ডের অভিযোগ শাকিলের বিরুদ্ধে আগেও ঘটেছে।
(মেট্রোর ভিতর ‘ওরাল সেক্স’ಞ! ဣআরও এক নয়া ভিডিয়ো ঘিরে তোলপাড়)
( 🍨বাড়ির বেল বাজিয়ে পালাচ্ছিল ৩ কিশোর, ꦬইয়ার্কিতে বিরক্ত গৃহকর্তা ঘটালেন হত্য়াকাণ্ড)
তবে পুলিশ নেমেছে তদন্তে। পুলিশ জানতে চেয়েছে যে, আদৌ কি ওই পোস্ট শাকিলের নিজের? নাকি শাকিলের অ্যাকাউন্ট থেকে ওই পোস্ট অন্য কেউ করেছে। শাকিলের দাবির♏ পর পুলিশ নানান দিকের খোঁজ খবর করছে। প্রশ্ন উঠছে। ওই পোস্ট যদি শাকিল করে না থাকে, তাহলে কে করেছে। সব মিলিয়ে আপাতত বিহারে তোলপাড় এই ঘটনা ঘিরে।