আবুধাবিতে দালাল চক্রের হাতে আটকে বাংলার ১৩ জন শ্রমিক। এই শ্রমিকরা মূলত দক্ষিন দিনাজপুর জেলার। মোট ১৩ জন পরিযায়ী শ্রমিককে দেশে ফিরিয়ে আনতে কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শংকরের দ্বারস্থ হলেন বালুরঘাটের সাংসদ তথা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এই শ্রমিকদের নামের তালিকা বিদেশমন্ত্রীর হাতে তুলে দিলেন বিজܫেপি সাংসদ সুকান্ত মজুমদার। এই তালিকা তুলে দেওয়ার পাশাপাশি তাদের দ্রুত ফিরিয়ে আনার বিষয়টি জ✱ানান। সুকান্ত জানান, বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শংকর।
আজ, মঙ্গলবার সংসদ চলাকালীন সাংসদ সুকান্ত মজুমদার বিদেশমন্ত্রীর সঙ্গে দেখা করেন। আর এই বিষয়টি জানিয়ে আটকে পড়া তাঁর জেলার ১৩ জন পরিযায়ী শ্রমিককে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে লিখিত চিঠি দিয়ে আবেদন🍬 জানান। সেই চিঠিতে সুকান্ত মজুমদার বিদেশমন্ত্রীর কাছে ওই ১৩ জন পরিযায়ী শ্রমিকের নাম ও তাঁদের পাসপোর্ট নম্বর উল্লেখ করেন। ১ ডিসেম্বর এই জেলার বেশ কয়েকজন শ্রমিক দুবাইয়ে যান। কাজের প্রলোভন দেখিয়ে তাঁদের নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। ৬ তারিখ দুবাই পৌঁছয়ে তাঁরা জানতে পারেন কম পারিশ্রমিকে বাড়তি কাজ করানো হবে তাঁদের। তখনই দেশে ফিরে আসার আওয়াজ তোলেন তাঁরা। কিন্তু কোনও অবস্থাতেই তাঁদের দেশে ফিরতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। একটি ভিডিয়ো বার্তায় শ্রমিকরা বিষয়টি তুলে ধরেন।
এদিকে বালুরঘাটের সাংসদ নয়াদিল্লি থেকে এক ভিডিয়ো বার্তায় জেলায় সেই খবর জানিয়ে বলেন, ‘বিদেশমন্ত্রী পুরো বিষয়টি মানবিকতার সঙ্গে শুনেছেন। এই ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দিয়েছেন।’ সুকান্ত মজুমদারের সঙ্গে যোগাযোগ করে ওই যুবকদের পরিবার। সুকান্ত মজুমদার তাঁদের বাড়িতে ফিরিয়ে আনার আশ্বাস দেন। এখান থেকে বেশি টাকা রোজগারের আশায় ভিন রাজ্য তথা ভ🍌িন দেশেও পাড়ি দেন শ্রমিকরা। আর সেখানে গিয়ে নানা সমস্যার মধ্যে পড়েন। এমন অভিযোগ আগেও এসেছে বারবার।
আরও পড়ুন: রཧাজ্যের মুখ্যসচিবের বিরুদ্ধে নালিশ ঠুকলেন শুভেন্দু, নির্বাচন কমিশনে জমা অভিযোগ
অন্যদিকে সম্প্রতি উত্তরাখণ্ডের উত্তরকাশিতে গিয়ে বাংলার তিনজন শ্রমিক গুহায় আটকে পড়েছিলেন। তাঁরা হুগলি ও কোচবিহারের বাসিন্দা ছিলেন। স𒁏েখান থেকে ফিরে এসে তাঁরা বুঝেছেন অন্যত্র কাজ করতে গিয়ে বিপদে পড়লে কেমন হয়। এবার দুবাই অর্থাৎ ভিন দেশে গিয়ে বাংলার ১৩ জন শ্রমিক ꦆআটকে পড়েছেন। তাঁদের সেখানে আটকে রাখা হয়েছে বলে অভিযোগ। বিদেশমন্ত্রক হস্তক্ষেপ করতে চলেছে তাঁদের ফিরিয়ে আনতে। এই বিষয়ে বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার বলেন, ‘বিদেশমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে দেখা করে তাঁর দফতরে আমি সমস্ত বিষয় তাঁকে জানাই। উনি আশ্বস্ত করেছেন, ওই দেশের সরকারের সঙ্গে কথা বলে দ্রুতই ওনাদের ভারতে তথা পশ্চিমবঙ্গে ফেরানো হবে।’