মহিলা সমর্থন নিশ্চিত করতে♐ লোকসভা নির্বাচনের আগে রোডম্যাপ তৈরি করল বিজেপির মহিলা মোর্চা। ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা, বিনা পয়সায় গণপরিবহণে যাতায়াত, বিভিন্ন খাতে ভর্তুকির প্রতিশ্রুতি দিচ্ছে বিরোধীরা, সেই প্রতিশ্রুতির ঘোর লাগা থেকে মহিলাদের সমর্থন বার করে আনাই এখন বড় চ্যালেঞ্জ মোর্চার কাছে। এই রোডম্যাপ নিয়েই নভেম্বর থেকে মাঠে নামছে বিজেপির মহিলার সংগঠন।
লোকসভা ভোটের আগে মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, ছত🍌্তিশগড়, মিজোরাম এবং রাজস্থানে বিধানসভা ভোট রয়েছে। রোডম্যাপ মেনে এই পাঁচ রাজ্য দিয়েই শুরু হবে বিজেপি মহিলা মোর্চার কর্মসূচি। বিজেপি মহিলা মোর্চা নেতা বনথী শ্রীনিবাসন জানিয়েছেন, কেন্দ্রের যে সমস্ত সামজ কল্যাণমূলক কর্মসূচি রয়েছে সেগুলির প্রচার চালানো হবে। যাতে মহিলারা সেই কর্মসূচির সুবিধা নিꦗয়ে নিজেরে উন্নয়ন ঘটাতে পারেন।
তিনি বলেন,'রোডম্যাপের প্রথম অংশ হল মহিলার কাছে পৌঁছানো। রাজস্থানের ক্ষেত্রে ভজনমণ্ডলী এবং স্বনির্ভর গোষ্ঠীগুলির মাধ্যমের আমার মহিলাদের সঙ্গে সংযোগ স্থাপন করব। একই পাঁচরাজ্য আমরা মহিলাদের কাছে পৌঁছনোর চেষ্টা করব। মধ্যপ্রদেশে ইতিমধ্যেই আমরা রাখী বন্ধনের অনুষ্ঠান করেছি। যেখানে লাডলি বেহনার মতো প্রকল্পের যাঁরা সুবিধাভোগী তাঁদের প্রধানমন্ত্রী ও মুখ্যমন্তꦰ্রী রাখী পাঠাতে বলা হয়।'
(আরও পড়ুন। 'পরম্পরা, প্রতিষ্ঠা, অনুশাসন- ওদের তিন স্তম্ভ', ইজরায়েলিꦬ দূতাবাসের অকুণꦓ্ঠ প্রশংসা মোদীর, কেন)