বালোচিস্তানের বিভিন্ন জায়গায় পাক পুলিশ, সেনাবাহিনীর ৩৯টি অভিযানের কথা স্বীকার করল বালোচ লিবারেশন আর্মি। এক প্রেস বিবৃতিতে একথা জানিয়েছেন বালোচ লিবারেশন আর্মির মুখপাত্র জিয়ান্দ বালোচ। একই সঙ্গে তারা বালোচিস্তানের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কের দখল নিয়েছেন বলে জানিয়েছেন তিনি।
গত কয়েক দিন ধরে বালোচিস্তানে পাক সেনা ও পুলিশের সঙ্গে বালোচ লিবারেশন আর্মির লাগাতার সংঘর্ষ চলছে। পাক বাহিনীকে পিছনে ঠেলে একের পর এক শহরের দখল নিচ্ছেন স্বাধীনতাকামী যোদ্ধারা। এক বিবৃতিতে বালোচ মুক্তিযোদ্ধাদের তরফে জানানো হয়েছে, তারা পাকিস্তান পুলিশের বেশ কয়েকটি থানার দখল নিয়েছে। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তার নিয়ন্ত্রণ পেয়েছে তারা। বালোচিস্তানের বিভিন্ন জায়গায় মোট ৩৯টি অভিযান চালিয়েছে তারা। এর মধ্যে কয়েকটি অভিযান এখনও চলছে। সুনির্দিষ্ট রণকৌশলগত লক্ষ্যে অভিযান জারি রয়েছে বলে জানানো হয়েছে তাদের তরফে।
আরেকটি প্রেস বিবৃতিতে ভারতের কাছে সন্ত্রাসবাদী রাষ্ট্র পাকিস্তানকে খতম করার আবেদন জানিয়েছেন বালোচ মুক্তিযোদ্ধারা। বিবৃতিতে তারা লিখেছে, ‘আমরা ভারত ও এই অঞ্চলের অন্যান্য রাষ্ট্রদের বলছি, পাকিস্তানের প্রতিশ্রুতি বিশ্বাস করার দিন কেটে গিয়েছে। এবার উপমহাদেশের এই সন্ত্রাসবাদী রাষ্ট্রটির বিরুদ্ধে নির্ণায়ক পদক্ষেপ করা উচিত। পাকিস্তান শুধু আন্তর্জাতিক সন্ত্রাসবাদের সূতিকাগৃহ নয়, এখানে লস্কর, জৈশ, ISISএর মতো জঙ্গি সংগঠন ঘরোয়া ভাবে তাদের মদত করছে। পাকিস্তান একটি হিংস্র মতাদর্শবাদী পরমাণু শক্তিধর দেশ। যা ভবিষ্যতে নিজেদের নাগরিকদের জন্য ও গোটা বিশ্বের মানুষের কাছে আগ্নেয়গিরি হয়ে উঠতে পারে।’