ফের টুইটার ব্যবহারকারীদের নিশানায় ক্যাডবেরি। এর আগে ক্যাডবেরিতে গরুর মাংস আছে বলেও ভুয়ো দাবি করা হয়েছিল। এবার ক্যাডবেরি কোম্পানির সাম্প্রতিক বিজ্ওঞাপনকে ঘিরে বিস্ফোরক দাবি করা হচ্ছে। সব মিলিয়ে ক্যাডবেরিকে ঘিরে ফের তুলকালাম নেট দুনিয়ায়।
স্বাধ্বী প্রাচী ক্য়াডবেরির বিজ্ঞাপনকে সামনে এনে তির ছুঁড়েছেন। তিনি লিখেছেন, টিভিতে ক্যাডবেরির বিজ্ঞাপন কি ভালোভাবে দেখেছেন? দোকানবিহীন যে গরিব প্রদীপ বিক্রেতার কথা বলা হচ্ছে তার নাম দামোদর। আসলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাবার নামকে খারাপ অর্থে ব্যবহার করা হচ্ছে। চা ওলার বাবা দীপওয়ালা। ক্যাডবেরি কোম্পানিকে ধিক্কার। হ্🥀যাশট্যাগে লিখেছেন, বয়কট ক্যাডবেরি।
আর সেটাই যেন ট্রেন্ড হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। এদিকে ২০২১ সালেও বয়কট ক্যাডবেরি ট্꧟রেন্ড সামনে এসেছিল। টুইটার ব্যবহারকারীরা সেই সময় অস্ট্রেলিয়ার ক্যাডবেরির ওয়েবসাইটে স্ক্রিনশট সামনে এনে দাবি করেছিল বিফ রয়েছে ক্যাডবেরিতে।
সত্যি কি ক্যাডবেরিতে বিফ থাকে? শেষ পর্যন্ত ক্যাডবেরির তরফে দাবি করা হয়েছিল, ভারতে যে ক্যাডবেরি বিক্রি করা হয় তা ১০০ শতাংশ ভেজ। সেকারণেই ক্যাডবেরির মোড়কে সবুজ ডট থাকে। যে স্ক্রিনশট ভা𓄧ইরাল করা হয়েছিল সেটা ভারতের নয়। দাবি করা হয়েছিল কোম্পানির তরফে।