ব🐲্রডব্যান্ড কানেকশন বলতে শুরুতেই কেউ সাধারণত BSNL-এর কথা ভাবেন না। JioFiber বা অন্য সংস্থার কথা ভাবেন। কিন্তু এবার হঠাত্ বাজিমাত্ করল বিএসএনএল। এপ্রিল মাসে বিএসএনএল-এর ল্যান্ডলাইন ও ব্রডব্যান্ড কানে𒐪কশন বেড়েছিল ৩৫.১৩ শতাংশ। মে মাসে তা আরও ৩৫.৪৩ শতাংশ বৃদ্ধি পেল। এমনটাই প্রকাশিত হয়েছে TRAI-এর রিপোর্টে।
চলতি বছর মে মাসে মোট ১১🍨,২৯,০৮০ নতুন গ্রাহক BSNL এর ফাইবার কানেকশন নিয়েছেন। এদিকে Reliance Jio কানেকশান নিয়েছেন ১,৭৭,৯৫৯ জন। অর্থাত্ অনেকটাই পিছিয়ে জিয়ো।
কিন্তু বিএসএনএল-এর হঠাত্ এত বাড়-বৃদ্ধির রহস্য কী?
ভারতফাইবার কানেকশন🎃🦋ের কারণেই এত বেশি সংখ্যক গ্রাহকের কাছে পৌঁছে গিয়েছে বিএসএনএল। এদিকে এখনও বহু স্থানে জিওফাইবার নেই।
শহর তো বটেই, মফস্বল, প্রত্যন্ত গ্রাম এলাকাতে ভ𝄹রসা হয়েছে বিএসএনএল।
তবে এখনও প্রতিযোগিতায় জিও, এয়ারটেল, ভি-র থেকে অনেকটাই পিছিয়ে বিএসএনএল। মে মাসে জিওর ব্রডব্যান্ডের মোট গ্রাহক সংখ্যা ছিল ৪৩.৪২ কোটি। এয়ারটেলের ১৯.২৭ কোটি। সেখানে বিএসএনএল-এর ২.২৪ কোটি।
গত মাস থেকেই যেন নতুন উদ্যম দেখা যাচ্ছে সরকারি টেলিকম সংস্থায়। বিভিন্ন নতুন ফিচার্স, অফার এনে নতুন প্রজন্মের গ্রাহকদের আকর্ষণ করতে চাইছে সংস্থা। পরিষেবাꦫর উন্নতির মাধ্যমে সেই উদ্দেশ্য সফল হয় কিনা, এখন সেটাই দেখার।