বন্ধুর পোষ্য কুকুরকে বাঁচাতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল ভোপাল এনআইটি-এর বি-টেক স্নাতকের। কুকুরটি সাঁতরে নিরাপদে পাড়ে চলে গেলেও সরল নিꦦগম জলে ডুবে মারা যায়। ২৩ বছর বয়সী সরল বাবা-মার একমাত্র সন্তান ছিলেন এবং ম্যানিত থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জনের পর ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন।
তদন্তকারী আধিকারিক এএসআই অন্তরাম যাদব জানিয়ಞেছেন, সরল দ𒈔ুই মহিলা বন্ধুর সঙ্গে কেরওয়া বাঁধ এলাকার জঙ্গল ক্যাম্পে সকালের হাঁটার জন্য গিয়েছিলেন। একটি মেয়ে তার পোষ্য কুকুরটিকে সঙ্গে নিয়ে গিয়েছিল। চিত্রানুগ বাঁধটি শহরের কেন্দ্র থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে অবস্থিত এবং একটি ঘন জঙ্গলে ঘেরা অঞ্চল।
প্রায় সাড়়ে আটটা নাগাদ, তিনজনই বাঁধের নীচের দিকে জলাশয়ের পাশে হাঁটছিল, যখন কুকুরটি জলে পড়ে যায়। এএসআই যাদব বলেন, তাঁরা কুকুরটিকে বাঁচানোর সিদ্ধান্ত নেয়। তারা একে অপরের হাত ধরে জলে নেমে কুকুরের কাছে পৌঁছনোর চেষ্টা করে। কিন্তু জলে স্রোতে পা হড়কিয়ে জলাশয়ে পড়ে যায়। মেয়েরা তীরে পৌঁছাতে সক্ষম হলেও, স্রোতে সরল গভীর জলে ভেসে য𒁃ায়।
(পড়ুন। শ্লীলতাহানি 🐽থেকে বাঁচতে গুজরাটে চলন্ত গাড়ি থেকে ঝাপ দিল ৫ ছাত্রী, গ্র🍸েফতার ১)
মেয়েগুল💯ি সাহায্যের জন্য চিৎকার করতে করতে রাস্তায় ছুটে আসে। জঙ্গল ক্যাম্পের প্রহরী দৌড়ে গিয়ে সরলকে আর দেখতে পায়নি। তারা রতিবাদ পুলিশকে খবর দেয়। ডুবুরি এবং এসডিইআরএফ-সহ পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় কিন্তু সরলের কোনও চিহ্ন পাওয়া যায়নি। এক ঘ﷽ণ্টা পর তাঁর মৃতদেহ পাওয়া যায়।