মাঝে মাত্র আর একদিন। তারপরই ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি পেশ হতে চলেছে কেন্দ্রীয় বাজেট। গোটা দেশের নজর রয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামানের দিকে। নজর রয়েছে বাজেটের দিকে। উল্লেখ্য, ২০২৫ সালের বাজেট তৈরিতে অর্থমন্ত্রীর 'কোর টিম' -এ রয়েছেন একাধিক তাবড় অফিসার। দেখে নেওয়া যাক, এই অফিসারদের ♔পরিচিতি।
ভি আনন্ত নাগেশ্বরণ, চিফ ইকোনমিক অ্যাডভাইসার
আইআইএম, আমেদাবাদের এই প্রাক্তনী, বর্তমানে দেশের মুখ্য অর্থ উপদেষ্টা। ম্যাক্রেইকোনমিক ফ্রেমওয়ার্ক প্রতিষ্ঠার ক✅্ষেত্রে তিনি দেশে অন্যতম তাবড় নাম। এই ফ্রেমওয়ার্কের আওতাতেই বাজেট টার্গেট সেট হয়ে থাকে। তℱিনি অর্থনৈতিক সমীক্ষার খসড়া তৈরিতেও নেতৃত্ব দেন, যা বাজেট উপস্থাপনের আগে। তার মেয়াদ শেষ হচ্ছে এই অর্থবর্ষে।
( Shital Shashthi 2൲025: শীতল ষষ্ঠী ২০২৫ কবে পড়ছে? এই পুজোর রীতি, ত🌜িথি রইল)
মনোজ গোভিল
আইআইটি, কানপুরের প্রাক্তনী এই তাবড় অর্থনীতবিদ। তিনি ‘এক্সপেনডিচার সেক্রেটারি’। নতুন স্কিম, খরচ নির্দেশিকা, এবং রাজ্যগুলিতে সম্পদ স্থানান্তরের অনুমোদন ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚতত্ত্বাবধান করেন। মধ্যপ্রদেশের একজন ১৯৯১-ব্যাচের আইএএস অফিসার, গোভিল ২০২৪ সালের আগস্টে ‘এক্সপেনডিচার সেক্রেটারি’ হিসাবে যোগদান করেছিলেন, কর্পোরেট বিষয়ক মন্ত্রকে তাঁর পূর্ববর্তী সময়ে ভূমিকা রয়েছে। যা থেকে বিশাল অভিজ্ঞতা নিয়ে আসেন তিনি।
অজয় শেঠ
অজয় শেঠ, এই কোর টিমের একজন সিনিয়র ব্যক্তিত্ব, এপ্রিল ২০২১ সাল থেকে অর্থন𓂃ৈতিক বিষয়ক বিভাগের (DEA) নেতৃত্ব দিয়েছেন। তাঁর ভূমিকার মধ্যে রয়েছে চূড়ান্ত বাজেটের নথি প্রস্তু൲ত করা এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা এবং বাজেট বিভাগের প্রধান হিসেবে কাজ করা। ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স সেক্রেটারিয়েট তৈরির কৃতিত্বও তাঁর।
তুহিন কান্ত পাণ্ডে
তুহিন কান্ত পান্ডে, একজন ওড়িশা ক্যাডার আইএএস অফিসার, ২০২৫ সা🅺লের জানুয়ারিতে বাজেটের ঠিক আগে রাজস্ব সচিব হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। পাবলিক অ্যাসেট ম্যানেজমেন্টে তার দক্ষতার সাথে, পান্ডের চ্যালেঞ্জ, রাজস্ব বাড়ানো এবং কর ব্যবস্থাকে সরলীকরণ করা।
অরুণীশ চাওলা
অরুণীশ চাওলা, বিহার ক্যাডারের একজন আইএএস অফিসার। আইডিবিআই ব্যাঙ্কে𝔍র কৌশলগত বিক্রয় সহ বিনিয়োগ এবং সম্পদ নগদীকরণ প্রোগ্রামগুলিকে ত্বরান্বিত করার দিকে তাঁর ফোকাস থাকছে।
এম নাগরাজু
এম নাগারꩲাজু, ত্রিপুরার ১৯৯৩ ব্যাচের আইএএস অফিসার। তিনি ফিনান্সিয়াল সার্ভিস সেক্রেটারি(আর্থিক পরিষেবা সচিব)! পর্যাপ্ত ক্রেডিট প্রবাহ, ফিনটেক রেগুলেশন এ🌊বং বিমা কভারেজ সম্প্রসারণ নিশ্চিত করার ক্ষেত্রে তাঁর ফোকাস থাকবে।