তিন মহিলা বিচারপতি পেল শীর্ষ আদালত, শপথ নিলেন বিনাগরত্না সহ ৯ বিচারপতি। সুপ্রিম কোর্ট কলেজিয়াম দেশে𝓰র বিভিন্ন বিচারালয়ের ৯ জন বিচারপতির নাম পাঠিয়েছিল কেন্দ্রের কাছে। গত বৃহস্পতিবার সেই তালিকায় চূড়ান্ত সম্মতি🎶 জানান রাষ্ট্রপতি। এরপর মঙ্গলবার এই ৯ বিচারপতিকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে শপথ বাক্য পাঠ করালেন দেশের প্রধান বিচারপতি এনভি রামানা। শপথ গ্রহণ করা বিচারপতিদের মধ্যে ৩ জন মহিলা। একসঙ্গে সুপ্রিম কোর্টে এত সংখ্যক মহিলা বিচারপতি এই প্রথমবার নিয়োগ হল দেশে।
শীর্ষ আদালতের বিচারপতি হিসেবে শপথ নেওয়া বিভি নাগরত্না ২০২৭ সালের সেপ্টেম্বরে দেশের প্রথম মহিলা হিসেবে প্রধান বিচারপতি পদের লাইনে আছেন। তিনি ছাড়া সুপ্রিম কোর্টে নবনিযুক্ত অন্য দুই মহিলা বিচারপতি হলেন তেলেঙ্গানার 𒆙হিমা কোহলি গুজরাতের বেলা এম ত্রিবেদী।
শপথ নেওয়া অন্যান্য বিচারপতিরা হলেন অভয় শ্রীনিবাস ওকা (আগে ছিলেন কর্ণাটক হাইকোর্টের প্রধান বিচারপতি), বিক্রম নাথ (আগে 💎ছিলেন গুজরাত হাইকোর্টের প্রধান বিচারপতি), জিতেন্দ্র কুমার মহেশ্বরী (আগে ছিলেন সিকিম হাইকোর্টের প্রধান বিচারপতি), সিটি রভিকুমাﷺর (আগে ছিলেন কেরল হাইকোর্টের বিচারক) এবং এমএম সুন্দরেশ (আগে ছিলেন কেরল হাইকোর্টের বিচারপতি)।