বিভিন্ন 𒊎সরকারি কাজে দেরি নিয়ে উদ্বেগ প্রকাশ করে চিঠি লিখলেন ক্য়াবিনেট সচিব রাজীব গৌবা। চিঠিতে তিনি লিখেছেন যে যেভাবে বিভিন্ন স্কিম, প্রজেক্ট ও নীতি রূপায়নের ক্ষেত্রে দেরি হচ্ছে, তা গভীর ভাবে উদ্বেগজন📖ক।
২৮ ডিসেম্বর সমস্ত মন্ত্রকের সচিবের কাছে এই চিঠি পাঠিয়েছেন তিনি। সেখানে দ্রুত রিভিউ করে ব্য়বস্থা নেওয়া𝓰র কথা বলা হয়েছে। কোনও প্রকল্পের খাতে টাকা দেওয়ার পর ঘোষণার ছয় মাসের মধ্যে যাতে ফলাফল প্রতিফলিত হয়, সেটা নিশ্চিত করতে বলা হয়েছে। গৌবার দাবি যে কড়া নজরদারি সত্ত্বেও অনেক প্রকল্পের ক্ষেত্রে মাত্রাতিরিক্ত দেরি হচ্ছে কাজ শেষ হতে।
এর আগেও ক্য়াবিনেট সচিব ফেব্রুয়ারিতে চিঠি লিখেছিলেন সমস্ত মন্ত্রকের কাছে যে যাবতীয় পেপারওয়ার্ক দ্রুত শেষ করে নিন যাতে ২০২০-র এপ্রিল থেকে জোরকদমে কাজ শুরু হতে পারে। নজরদারিไর জন্য সচিব স্তরে গোষ্ঠীও রয়েছে। এছাড়াও অর্থনৈতিক বিষয়ক দফতরের সময় সময় নজরদারি করার দায়িত্ব আছে। কিন্তু তারপরেও প্রত্যাশিত ফলাফল দেখা যায়নি। যেই কারণে কড়া চিঠি পাঠিয়েছেন ক্যাবিনেট সচিব যাতে দ্রুত ব্য়বস্থা নেয় সব মন্ত্রক।