তুরস্ক-সিরিয়ার ভূমিকম্প সকলকেই বিরাট আতঙ্কে রেখেছে। সেই ভূমিকম্প সামলে ওঠা তো দূরের কথা, এখনও একের পর এক তরঙꦅ্গ পরিস্থিতি আরও খারাপ করছে। এমন পরিস্থিতিতে নতুন করে ভয়ের কথা শোনা গেল। এবং সেটি ভারতে। বেশ কয়েক জন বিজ্ঞানী এবং আবহাওয়াবিদ সতর্ক করলেন𒉰, যে কোনও দিন ভয়ঙ্কর ভূমিকম্পের মধ্যে পড়তে পারে উত্তর ভারতের উত্তরাখণ্ড এবং হিমাচল।
বিজ্ঞানীদের তরফে সম্প্রতি বলা হয়েছে, উত্তর ভারতের বেশ কিছু জায়গায় টেকটনিক প্লেট বছরে প্রায় ৫ সেন্টি মিটার করে নড়ছে। হꦡিমালয়ের বেশ কিছু জায়গাতেই এখনও ভূমিরূপের বদল হচ্ছে, পাহাড় আরও উঠছে, তার ফলেই টেকটনিক প্লেটও কাঁপছে। আর সেটিই ভূমিকম্পের কারও হয়ে দাঁড়াতে পারে বলে আশঙ্কা করা হয়েছে।
সংবাদমাধ্যমকে বিজ্ঞানীরা জানিয়েছেন, ‘পৃথিবীর ভূমিটা তৈরিই হয়েছে কয়েকটি প্ল🔯েট দিয়ে। এই প্রতিটি প্লেটই সব সময়ে সামান্য মাত্♍রায় নড়াচড়া করছে। এর ফলে পৃথিবীর উপরিতলে টানের সৃষ্টি হয়েছে। আর সেটিই এই ভূমিকম্পের কারণ হয়ে দাঁড়াতে পারে।
উত্তরাখণ্ডের বহু জায়গাতেই ভূমিরূপ বদলের উপর নজরদারির জন্য বিজ্ঞান🎃ীদের তরফে যন্ত্র বসানো হয়েছে। সব সময়ে সেই দিকে নজর রাখা হয়েছে বলেও জানিয়েছেন বিজ্ঞানীরা। একই সঙ্গে তাঁরা আশঙ্কা প্রকাশ করেছেন, যে কোনও দিনই মারাত্মক আকার নিতে পারে এই এলাকা। কারণ যে কোনও ꧙সময়েই বড় ভূমিকম্পের দেখা দিতে পারে এখানে।
সম্প্রতি ৩.৫ স্কেলে কেঁপে উঠেছিল হিমাচলের ধর্মশালা এলাকার মাটি। যদিও তাতে বিশেষ ক্ষয়ক্ষতি হয়নি। কিন্তু বিজ্ঞানীদের আশঙ্কা, এটি তেমন কোনও ব্যাপারই নয়। যে কোনও দিনই মারাত্মক ভূমিকম্পের মধ্যে পড়তে পারে এই এলাকা। তাই মানুষ এবং ☂সরকারকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
এই খবরটি আপনি♒ পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক: