আমেরিকায় খলিস্তানি জঙ্গি গুরপতবন্ত সিং পান্নুন ছকে অভিযুক্ত হয়েছেন প্রাক্তন 'র' আধিকারিক বিকাশ যাদব। সেই মামলার সঙ্গেই নাকি যুক্ত কানাডায় অপর খলিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরের হত্যাকাণ্ডের ঘটনা। এমনই দাবি করলেন ভারতে নিযুক্ত কানাডার হাইকমিশনার ক্যামেরন ম্যাককে। উল্লেখ্য, নিজের মেয়াদ শেষ করে ইতিমধ্যেই ভারত ছেড়েছেন ক্যামেরন। তবে এখনও তিনি সরকারি ভাবে হাইকমিশনার পদে বহাল আছেন। (আরও পড়ুন: ৬ দিনে ৭০ ভা𓄧রতীয় বিমানে বোমাতঙ্ক, এক একটি হুমকিতে🧜 কত কোটির ক্ষতি হয় জানেন?)
আরও পড়ুন: বেসিকের ১০০% পর্যন্ত অতিরিক্ত 'ভা🦹তা' মিলবে এবার, নির্দেশিকা জারি সꦺরকারের
আরও পড়ুন: ৩ বছর বয়সিকে যৌন💞 নিগ্রহ কাটোয়ায়, নির্যাতিতার যৌনাঙ্গে মিলল রক্তের দাগ
সম্প্রতি সিবিসি-কে দেওয়া এক সাক্ষাৎকারে ক্যামেরন দাবি করেন, 'আমেরিকায় সম্প্রতি যে মামলা (পান্নুন খুনের ছক) চলছে এবং যে অভিযোগ আনা হয়েছে, তা থেকে স্পষ্ট যে দিল্লি থেকেই এই সবকটি (খলিস্তানি বিরোধী অপারেশন) ঘটনার ছক কষা হচ্ছে। কানাডা সহ উত্তর আমেরিকা জুড়ে নিশানা করা হচ্ছে এখানকার নাগরিকদের। যদি আমেরিকা এবং কানাডার ঘটনার পাশাপাশি রাখা হয়, আমেরিকার ঘটনার তথ্যপ্রমাণ এবং কানাডিয়ান পুলিশের বক্তব্য পাশাপাশি রাখা হয়, তাহলে গোটা চিত্রটাই স্পষ্ট হয়ে যাবে যে গত একবছর ধরে কী চলছে।' এদিকে কানাডা নিজেরা নিজ্জর হত্যাকাণ্ডে কোনও প্রমাণ খুঁজে বের করতে পারেনি। এই কথা সম্প্রতি মেনে নিয়েছেন সেদেশের প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। (আরও পড়ুন: সাগরে 'ঘূর্ণাবর্তের মেলা', বাংলার দিকে কি ধেয়েཧ আসবে ঘ♒ূর্ণিঝড় 'দানা'?)
বিকাশ যাদবের নামে ‘ওয়ান্টেড’ পোস্টার এফবিআইয়ের
খলিস্তানি জঙ্গি গুরপতবন্ত সিং পান্নুন হত্যাকাণ্ডের ছক কষার মামলায় বিকাশ যাদব নামক এক প্রাক্তন 'র' আধিকারিকের নামে ওয়ান্ট🌌েড পোস্টার জারি করেছে এফবিআই। পান্নুনকাণ্ডে ইতিমধ্যেই ভারতীয় নাগরিক নিখিল গুপ্তাকে চেক প্রজাতন্ত্র থেকে প্র꧋ত্যর্পণ করে মার্কিন মুলুকে নিয়ে গিয়েছে নিউ ইয়র্ক পুলিশ। উল্লেখ্য, মার্কিন নাগরিক খলিস্তানি নেতা গুরপতবন্ত সিং পান্নুনকে হত্যার ছক কষার অভিযোগে নিখিলকে গেফতার করা হয়েছিল চেক প্রজাতন্ত্রে। প্রায় একবছর পর চেক পুলিশ তাঁকে তুলে দিল মার্কিন বিচার বিভাগের কাছে। এবং মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার পরে নিখিলকে আদালতে পেশ করা হয়েছিল পান্নুন হত্যার চেষ্টার মামলায়। সেই মামলায় নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন নিখিল।
নিখিলের বিরুদ্ধে ‘খুনের জন্য বরাত দেওয়ার’ ধারায় মামলা দায়ের হয়েছে আমেরিকার আদালতে। ভারত সরকারের এক এজেন্সির প্রাক্তন আধিকারিকের নির্দেশেই নাকি নিখিল এই কাজ করেছিলেন। দাবি করা হচ্🉐ছে, সেই প্রাক্তন সরকারি আধিকারিক আদতে বিকাশ। মার্কিন অ্যাটর্নি অফিসের তরফে দাবি করা হয়, খলিস্তানি জঙ্গিকে হত্যার জন্য ১ লাখ মার্কিন ডলারের রফা হয়েছিল। অগ্রিম বাবদ 'আততায়ী'-কে ১৫ হাজার মার্কিন ডলার দেওয়া হয়। তবে সেই 'আততায়ী' আদতে মার্কিন প্রশাসনেরই 'আন্ডার কভার এজেন্ট' ছিল। এরপরই বিষয়টি সম্পর্কে অবগত হয় মার্কিন প্রশাসন।
কানাডায় নিজ্জর হত্যাকাণ্ড
এদিকে গত ২০২৩ সালের ১৮ জুন গুরুদ্বারের ভেতরেই গুলি করে হত্যা করা হয় খলিস্তানপন্থী জঙ্গি হরদীপ সিং নিজ্জরকে। হরদীপকে ২০ বারেরও বꦕেশি গুলি করা হয়েছিল। রিপোর্ট অনুযায়ী, কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের পঞ্জাবি অধ্যুষিত সারে অঞ্চলে থাকত হরদীপ। বিগত কয়েকবছরে কানাডার ভ্যানকুবারে ভারতীয় হাইকমিশনের সামনে খলিস্তানি বিক্ষোভের নেপথ্যে ছিল এই হরদীপ। কানাডায় মৃত হরদীপের বিরুদ্ধে এনআইএ-র চারটি মামলা ছিল। এক হিন্দু পুরোহিতকে হত্যা করার ষড়যন্ত্র সহ খলিস্তানি যোগের অভিযোগ তার বিরুদ্ধে। এই আবহে হরদীপ নিজ্জরের মাথার দাম ১০ লক্ষ টাকা ধার্য করেছিল এনআইএ। জানা যায়, হরদীপ খলিস্তান টাইগার ফোর্সের প্রধান ছিল। গুরপতবন্ত সিং পান্নুনের 'শিখস ফর জাস্টিস' সংগঠনের মতাদর্শ প্রচারের দায়িত্ব ছিল হরদীপের টাইগার ফোর্সের ওপর।