কানাডার ব্র্যাম্পটনে হিন্দু মন্দিরে হামলার ঘটনায় এবার সরব সেদেশের সাংসদরা। কানাডার বিরোধী দলনেতা পিয়েরে পোইলিভরে থেকে শুরু করে টরোন্টোর সাংসদ কেভিন ভুয়োং, ভারতীয় বংশোদ্ভূত কানাডিয়ান সাংসদ চন্দ্র আর্য্যরা এক বাক্যে সমালোচনা করেছেন সরকারের। এই নিয়ে টরোন্টোর সাংসদ বলেন, 'হিন্দুদের রক্ষা করতে ব্যর্থ আমাদের দেশের নেতারা। কানাডা যেন কট্টরপন্থীদের নিরাপদ আশ্রয়স্থলে পরিণত হয়েছে। হিন্দুদের পাশাপাশি খ্রিষ্টান এবং ইহুদি কানাডিয়ানদেরও রক্ষা করতে ব্যর্থ এই সরকার।' এদিকে বিরোধী দলনেতা পিয়েরে বলেন, 'সবার নিজের নিজের ধর্মাচরণের অধিকার রয়েছে। আমরা ক্ষমতায় এলে দেশের এই চলমান অরাজকতা বন্ধ করব।' (আরও পড়ুন: 'সেনা প্রত্যাহার তো একট⛦া অংশ মাত্র...', ꦗভারত-চিন সম্পর্ক নিয়ে বড় আপডেট জয়শংকরের)
আরও পড়ুন: তাঁর 'খল💜িস্তান প্রেম' নিয়ে চর্চার মাঝে কানাডার ৩ হജিন্দু মন্দিরে জাস্টিন ট্রুডো
এক সোশ্যাল মিডিয়া পোস্টে এই নিয়ে পিয়েরে লেখেন, 'ব্র্যাম্পটনে হিন্দু সভার মন্দিরে আজ যেভাবে হামবা হয়েছে এবং ভক্তদের ওপর হামলা হয়েছে তা কোনও ভাবেই ♉গ্রহণযোগ্য হতে পারে না। সব কানাডিয়ানদেরই শান্তিতে এবং স্বাধীনভাবে ধর্ম পালনের অধিকার রয়েছে। তীব্র ভাষায় এই হামলার নিন্দা জানাচ্ছে কনজারভেটিভ দল। আমি এই দেশকে ফের ঐক্যবদ্ধ করতে চাই এবং এই অরাজকতা বন্ধ করতে চাই।' এদিকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে টরোন্টোর সাংসদ লেখেন, 'হিন্দু কানাডিয়ানদের ওপর এই হামলা দেখে আমি হতভম্ব। খলিস্তানি কট্টরপন্থী থেকে সন্ত্রাসী, কানাডা যেন সব ধরনের কট্টরপন্থীদের নিরপদ আশ্রয়ে পরিণত হয়েছে। আমাদের সকলেরই শান্তিতে প্রার্থনা করার অধিকার রয়েছে।' উল্লেখ্য, ২০২১ সাল পর্যন্ত ভুয়োং নিজে ট্রুডোর দলে ছিলেন। তবে বর্তমানে তিনি নির্দল সাংসদ।
আরও পড়ুন: 'তলে তলে চুক্তি... হাসিনাকে আশ্রয় কেন?', অনুপ্রবেশ🌌 ইস্যুতে শাহকে তোপ হেমন্তের
এদিকে কানাডার হিন্দু সাংসদ চন্দ্র আর্য্য এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'কানাডার খলিস্তানি কট্টরপন্থী আর আজ একটা 🌼লাল রেখা পার করেছে। ব্র্যাম্পটনে হিন্দু সভার মন্দিরের মধ্যে খলিস্তানিরা ভক্তদের ওপর হামলা চালিয়েছে। এর থেকেই স্পষ্ট যে খলিস্তানিদের এই হিংসাত্মক কট্টরপন্থা কানাডার কত গভীরে প্রবেশ করেছে।' উল্লেখ্য, চন্দ্র নিজে লিবারেল প🐻ার্টির সদস্য। অর্থাৎ, জাস্টিন ট্রুডোর দলেরই সদস্য তিনি।
উল্লেখ্য, গতকাল অভিযোগ ওঠে, কানাডার অন্টারিওর ব্র্যাম্পটন (গ্রেটার অন্টারিও এলাকা) হিন্দু মন♒্দিরে ঢুকে আসে খলিস্তানিরা। সেখানে দর্শনার্থীদের ওপর নাকি হামলা চালায় তারা। কানাডার সংবাদমাধ্যম দ্য ন্যাশনাল টেলিগ্রাফ সাংবাদিক ড্যানিয়েল ব্রডম্যান সোশ্যাল মিডিয়ায় যে ভিডিয়ো (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) পোস্ট করেছেন, তাতে দেখা গিয়েছে যে হাতে খলিস্তানি পতাকা ন💧িয়ে কয়েকজন একটা জায়গার মধ্যে ঢুকে এসে মারধর করছে। লাঠি নিয়ে ছুটে এসে আরও কয়েকজন হামলা চালাচ্ছে। তারইমধ্যে এক মহিলাকে চিৎকার করতে শোনা যায়। যে মন্দিরে খলিস্তানিপন্থী লোকজন হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে, যেখানে ৫৫ ফুট উঁচু হনুমান মূর্তি আছে। উল্লেখ্য, এমনিতেই ব্র্যাম্পটনে খলিস্তানিপন্থীদের দাপট আছে। আর এই মন্দিরে হনুমানজির প্রতিমা স্থাপনের বিরোধিতা করা হয়েছিল এর আগে।