১লা এপ্রিল থেকে ভারতে গাড়ি থেকে ধোঁয়া নির্গমন সংক্রান্ত নিয়মে আরও কড়াকড়ি হচ্ছে। রিয়েল ড্রাইভিং এমিশনসকে আরও কড়াকড়ি করা হচ্ছে ভারতে। নয়া নিয়ম অনুসারে গাড়ি প্রস্তুতকারকদের এবার রিয়েল টাইম এমিশন ডেটা দিতে হবে। সেক্ষেত্রে নিয়ম অনুসারে সমস্ত ব্রান্ডের ক্ষেত্রে, হয় তাদের গাড়়ির আপডেট করতে হবে অথবা সেই গাড়িগুলিকে বাদ দিতে হবে। আর সেই নিরিখে ১ এপ্রিল থেকে যে ১০টি টপ ব্রান্ডের গাড়ি বন্ধ করা হচ্ছে। বিদায় নিতে পারে একাধিক গাড়ি। তারই কয়েকটি উল্লেখ করা এখানে।১) ভারত থেকে রেনল্ট ডাস্টার চলে যাওয়ার পরে এবার নিসানের পালা। Nissan Kicks, নিসান কিকস হল ৫ আসনের এসইউভি। এটির দাম শুরু হচ্ছে ৯.৪৯ লাখ টাকা থেকে।২) হোন্ডা সিটি ফোর্থ জেনারেশন। Honda City 4th Gen হোন্ডা বর্তমানে ফিফ্থ জেনারেশন সিটিকে ভারতের মার্কেটে আহ্বান জানিয়েছে। সেক্ষেত্রে এবার ফোর্থ জেনারেশন বন্ধ হতে চলেছে। নতুন সিটির দাম পড়ছে ১১.৪৯ লাখ।এতে একাধিক নয়া ফিচার রয়েছে। বাজার বলছে এই গাড়িকে আপাতত Hyundai Verna, Skoda Slavia, Volkswagen Virtus, Maruti Suzuki Ciaz এর সঙ্গে প্রতিদ্বন্দিতা করতে হবে।৩) হোন্ডা ডব্লিউ আর ভি। Honda WR -V, ২০১৭ সালে বাজারে এসেছিল এই গাড়ি। তবে ফের কোম্পানি আপডেট করে এই গাড়িকে ফিরিয়ে আনবে কি না সেটা নিশ্চিত নয়।৪) মাহিন্দ্রা মারাজ্জো Mahindra Marazzo। একের পর এক নতুন কার বাজারে এনেছে মাহিন্দ্রা। এসেছে থরের মতো গাড়িও। মাহিন্দ্রা মারাজ্জোর দাম শুরু হয়েছএ ১৩.৭০ লাখ টাকা থেকে।৫) মাহিন্দ্রা কেইউভি ১০০, Mahindra KUV 100। মাহিন্দ্রার এই গাড়িটি সেভাবে বাজার ধরতে পারেনি বলেই খবর। সামনের সারিতে এই গাড়িতে তিনজন বসারও জায়গা রয়েছে। এটির দাম ৬.০১ লাখ থেকে ৭.৬৭ লাখ টাকা।৬) মারুতি সুজুকি অল্টো ৮০০, Maruti Suzuki Alto 800। অল্টো কে ১০ আবার পাওয়া যাচ্ছে বাজারে। সেই নিরিখে বিদায় নিতে পারে মারুতি অল্টো ৮০০। তবে অল্টো ৮০০ একেবারে ধারাবাহিকভাবে বিক্রিত টপ ১০টি কারের মধ্যে ছিল।৭) রেনাল্ট কুইড, Renault Kwid। ৮০০ সিসির ইঞ্জিন। তবে এবার সেই রেনল্ট কুইডেরও ফিরে যাওয়ার পালা। মাত্র ৪.৭০ লাখে পাওয়া যায় এই গাড়ি।