🥂এবার অনুব্রত মণ্ডলের পর গরুপাচার মামলায় জামিন পেলেন মূল অভিযুক্ত এনামুল হক। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) মামলায় এনামুল হককে জামিন দিল সুপ্রিম কোর্ট। সিবিআইয়ের মামলায় আগেই জামিন পেয়ে গিয়েছিলেন এনামুল হক। ইডি জামিনের বিরোধিতা করলেও সেটা খারিজ করে দ🤪েয় সুপ্রিম কোর্ট। কারণ যে অভিযোগ তুলে ধরেছিল ইডি তার সপক্ষে তেমন কোনও প্রমাণ পেশ করতে পারেনি। সুতরাং জেল থেকে বেরোতে এনামুল হকের আর কোনও বাধা রইল না। গরুপাচার মামলায় ২০২২ সালের ১৯ ফেব্রুয়ারি এনামুলকে গ্রেফতার করেছিল ইডি। কেন্দ্রীয় সংস্থার দাবি অনুযায়ী, এনামুল হকই মূল অভিযুক্ত।
গরুপাচার মামলায় প্রায় আড়াই বছর জেলে বন্দি ছিলেন ব্যবসায়ী এনামুল হক। আর বাংলার সীমান্ত পেরিয়ে বাংলাদেশে গরুপাচার এবং হাওয়ালার মাধ্যমে আর্থিক লেনদেনের অভিযোগ তোলা হয়েছিল এনামুল হকের বিরুদ্ধে। তাই ইডি এনামুলকে গ্রেফ✨তার করেছিল। ইꦉডি তখন এনামুল হকের বিরুদ্ধে টাকা পাচার প্রতিরোধী আইনের মামলা দায়ের করে। ২০২০ সালে আসানসোলের সিবিআই আদালতে আত্মসমর্পণ করেন এনামুল হক। তারপরে গ্রেফতার হন সিবিআইয়ের হাতে। প্রায় দু’বছর জেলবন্দি ছিলেন তিনি। মাঝে ২০২১ সালে কলকাতা হাইকোর্টে জামিনের আবেদন করেন এনামুল। যদিও খারিজ হয়ে যায়। গত জানুয়ারি মাসে তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেছিল সুপ্রিম কোর্ট।
আরও পড়ুন: সন্দীপ–অভিজিৎ কি সিসিটিভি ফুটেজ নষ্ট করেছেন? তদন্তে আরও সক্রিয় সিবিআই
ইডির পক্ষ থেকে বলা হয়েছিল, ২০১৬ সালের অক্টোবর থেকে ২০১৭ সালের মধ্যে এনামুল হকের সঙ্গে বিনয় মিশ্র এবং তাঁর ভাই বিকাশ মিশ্রের মধ্যে মোটা টাকার লেনদেন হয়। ওই একবছরে এনামুলের কাছ থেকে ৬ কোটি ১০ লক্ষ টাকা পেয়েছিলেন তাঁরা। এই খবর পেয়েই বিকাশকে গ্রেফতার করে ইডি। এনামুল হককে ২০২০ সালের নভেম্বর মাসে সিবিআই গ্রেফতার করে। যদিও সেই মামলায় আগে জামিন পেয়েছিলেন এনামুল হক। এবার ইডির মামলা থেকেও জামিন পেলেন। গরুপাচার মামলাতেই পেশায় ব্যবসায়ী এনামুল হককে নয়াদিল্লি থেকে গ্রেফতার করে ইডি।
এনামুল হককে গরুপাচার মামলার অন্যতম মূল অভিযুক্ত বলে তুলে ধরেছিল ইডি। ইডি গরুপাচারের তদন্তে চার্জশিট দেওয়ার পরে আরও তিনটি অতিরিক্ত চার্জশিট পেশ করে। এনামুল, বিনয়, বিকাশ মিশ্র, বিএসএফ অফিসার সতীশ কুমার, অনুব🤡্রত এবং সুকন্যা মণ্ডল–সহ মোট ১২ জন অভিযুক্ত লেখা ছিল চার্জশিটে। এনামুল–অনুব্রতদের ১৪টি সংস্থার নামও ছিল চার্জশিটে। সিবিআই সূত্রে খবর, গরুপাচার মামলায় অভিযুক্ত এনামুল হকের সঙ্গে এ🐟কদা নিয়মিত কথা হতো অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গলের। গরুপাচার মামলায় এবার এনামুল জামিন পেলেন। তাহলে সায়গলের কী হবে? উঠছে প্রশ্ন।