পরশ সিং
দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীষ শিসোদিয়ার বিরুদ্ধে কোনও অভিযোগ পাওয়া যায়নি। তাঁকে ক্লিনচিট দিয়েছে সিবিআই। শনিবার একথা জানিয়েছেন দিল্লির মুখ্𒁃যমন্ত্রী তথা আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেন, সিবিআই তথাকথিত আবগারি কেলেঙ্কারি নিয়ে সিবিআই চার্জশিট দিয়েছে। কিন্তু তাতে শিসোদিয়ার নাম নেই। গত চার মাস ধরে সিবিআই ও ইডির অন্তত ৮০০ আধিকারিককে তাঁকে গ্রেফতার করার জন্য চেষ্টা চালিয়ে গিয়েছে। কিন্তু চার্জশিট প্রমাণ করছে যে শিসোদিয়ার বিরুদ্ধে কোনও অভিযোগই নেই। ভোটের এক সপ্তাহ আগে যদি এতটুকু প্রমাণও𒁃 পাওয়া যেত তবে ওরা ছেড়ে দিত না।
কেজরিওয়াল বলেন, শিসোদিয়ার দেওয়াল পরীক্ষা করা হয়েছে, অ্য়াকাউন্ট দেখা হয়েছে আত্মীয়দের বাড়িতে তল্লাশি চালিয়েছে তবু কিছু প𒁃ায়নি।বিজেপি বলছে ১০,০০০ ক♏োটি কেলেঙ্কারি। কিন্তু কিছুই পাওয়া যায়নি।
কেজরিওয়াল জানিয়েছেন, দিল্লির পুর নির্বাচন বর্তমানে কেজরিওয়ালের ১০ প্রতিশ্রুতি আর বিজেপির ১০ ভিডিয়োর মধ্য়ে লড়াই। দাবি করা হয়েছে তিহাড়✅ জেলে মন্ত্রী সত্যেন্দ্র জৈনকে ভিআইপি আদরে রাখা হয়েছে। সেই সংক্রান্ত ভিডিয়ো সম্প্রতি লিক হয়েছে।
এদিকে শুক্রবার সিবিআই দিল্লি এক্সꦐাইজ পলিসি কেস নিয়ে চার্জশিট জমা দিয়েছে। কিন্তু তাতে কোথাও মণীষ শিসোদিয়ার নাম নেই। তবে আপের তরফে ভোট কুশলী বিজয় নায়ার 🍃সহ সাতজনের নাম রয়েছে। তবে দিল্লি বিজেপির দাবি, প্রথম চার্জশিটটাই সব নয়। শিসোদিয়াই হচ্ছেন মূল অভিযুক্ত।