৯ বাই ১১ ফুটের নোংরা সেল। মাছি-পিঁপড়ের উপদ্রব♊। খোলা অপরিষ্কার বাথরুম। খাবারের মনুতে শাক-ভাত। তবু এর থেকে খারাপ জেলেও তাঁকে যদি সারাজীবন থাকতে হয়, তবু তিনি থাকবেন। তাঁর আইনজীবী নইম হা♏য়দার পানজোথার কাছে এমনই মত প্রকাশ করেছেন পাকিস্থানের প্রাক্তন প্রধানমন্ত্রী কিংবদন্তী ক্রিকেটার ইমরান খান।
সোমবার বিকেলে আইনজীবীর সঙ্গে তাঁকে দেখা করতে দেন জেল কর্তৃপক্ষ। প্রায় আড়াই ঘন্টা বৈঠকের পর জেল থেকে বেরিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রীর আইনজীবী জানিয়েছেন, ‘সি’ ক্যাটাগরির জেলে তাঁকে থাকতে দেওয়া হয়েছে। খুব ‘খারাপ অবস্থায়’ রয়েছেন তিনি। তবু মানসিক ভাবে ཧযথেষ্ট চাঙ্গা ইমরান।
(পড়তে পারেন। Imran Khan imprisonment: তোশাখানা মামলায় ইমরান খ🧔ানের ৩ বছরের জেল, ৫ বছরের জন্য রাজনীতি থেকে ‘অযোগ্য’ ঘোষিত)
আইনজীবী পানজোথার কথায়, ‘খোলা বাথরুম দেওয়া হয়েছে তাঁকে। রবিবার রাতে তাঁর সেলে বৃষ্টির ছাঁট ঢুকেছে। টিভি দেখতে দেওয়া বা খবরের কাগজ পড়তে দেওয়া হচ্ছে না তাঁকে। সকালে মাছি আর সন্ধ্যায় পিঁপড়ের উপদ্রব রয়েছে। ত🍒া সত্বেও খান সাহিব বেশ চাঙ্গা রয়েছেন।’
ইওমরানকে বাড়ির খাবার দে꧑ওয়া হচ্ছে না। আইনজীবী পানজোথা জানিয়েছেন, তিনি সাধারণ বন্দিদের খাবারই খাচ্ছেন। শাকের তরকারি ও ডাল।