ন্যাশনাল পপুলেশন রেজিস্টারের (এনপিআর) তথ্য আপডেটের জন্য বরাদ্দ বাজেটে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর জানান, ৩,৯৪১ কোটি ৩৫ লাখ টাকা বরাদ্দ করা হয়েছ🔯ে।
আগামী বছর এপ্রিল থেকে শুরু হবে এই প্রক্রিয়া। চলবে সেপ্টেম্বর পর্যন্ত। তবে সেজন্য কোনও নথি লাগবে না।🥃 প্রয়োজন নেই বায়োমেট্রিক তথ্যের। বরং বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে। জাভড়েকর বলেন, 'এনপিআরের জন্য কোনও প্রমাণ লাগবে না﷽। এটি স্বঘোষিত প্রক্রিয়া।কোনও পরিচয়পত্র নথি নেওয়া হবে না। সরকারের বিশ্বাস, মানুষ তাঁদের সঠিক তথ্য দেবেন।' বাড়ি নথিকরণ ফর্ম পূরণ করার পর মানুষকে ১৪-২০টি প্রশ্ন করা হবে।
মন্ত্রীর দাবি, এনপিআরের ফলে সবার ভালো হবে। কিন্তু, একটি অংশ থেকে বলা হচ্ছে, এনআরসি ও এনপিআর একই। এনিয়ে জাভড়েকর বলেন, 'এনআরসির সঙ্গে এনপিআরের ক🌜োনও যোগ নেই।'