রাহুল সিং
ঘরোয়া 🐓উৎপাদকদের কাছ থেকে ১৩,৭০০ কোটি টাকার সামরিক সরঞ্জাম কেনার প্রস্তাবে ছাড় দিল প্রত𝕴িরক্ষা মন্ত্রক। আধিকারিকরা জানিয়েছেন, ১১৮ টি অর্জুনএমকে-১এ ট্যাঙ্ক, সশস্ত্র সাঁজোয়া গাড়িতে অত্যাধুনিক সুরক্ষা ও প্রতিরোধকারী ব্যবস্থা সজ্জিত করার মতো ভারতীয সেনার প্রস্তাবে সবুজ সংকেত দেওয়া হয়েছে।
নয়া ট্যাঙ্কের জন্য ৮,৩৮০ কোটি ট🐟াকা খরচ পড়বে। আপাতত সেনার হাতে অর্জুন এমকে-১ ট্যাঙ্ক আছে। অর্জুনএমকে-১এ হতে চলেছে সেটির আধুনিক সংস্করণ। এক আধিকারিক জানিয়েছেন, ১৪ টি গুরুত্বপূর্ণ পরিবর্তন-সহ অর্জুনএমকে-১এ ট্যাঙ্কে ৭১ রকমের ব্যবস্থা আরও আধুনিক করা হবে। তার ফলে উল্লেখজনকভাবে ট্যাঙ্কের তীক্ষ্ণতা, গতিশীলতা এবং মোকাবিলা করার ক্ষমতা বাড়বে। তিনি বলেন, ‘নির্দিষ্ট এবং পরিবর্তিত পরিস্থিতিতে দিন এবং রাতে একেবারে নিখুঁতভাবে কাজ করবে ট্যাঙ্কের নিশানা করার ব্যবস্থা।’ সেই সঙ্গে সেনার জন্য ৩,০০০-এর বেশি সশস্ত্র সাঁজোয়া গাড়ির জন্য ৫,৩০০ কোটি টাকা বরাদ্দ ধরা হয়েছে। ‘হিন্দুস্তান টাইমস’ জানতে পেরেছে, চলতি বছর অর্ডন্যান্স ফ্যাক্টরি বোর্ডের কাছে সেই বরাত দেওয়া হতে পারে। চুক্তি স্বাক্ষরের ৩০ মাসের মধ্যে পাঁচটি ট্যাঙ্ক হাতে পাবে সেনা। তারপর থেকে প্রতি বছর ৩০ টি ট্যাঙ্ক সরবরাহ করা হবে।
আধিকারিকরা জানিয়েছেন, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের পৌরহিত্যে মঙ্গলবার প্রতিরক্ষা অধিগ্রহণ কাউন্সিলের (ডিএসি) বৈঠক হয়। সেখানে ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ডিআরডিও) তৈরি ২৯৩ টি নাগ অ্যান্টি-ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র, ১৩ টি আইসিভি (নাগ ক্ষেপণাস্ত্র বাহক), আটটি অরুদ্রা, টি-৯০ ও টি-৭২ ট্যাঙ্কের অস্ত্রশস্ত্র কেনার প্রস্তাবে ছাড় দেওয়া হয়েছে। সশস্ত্র সাঁজোয়া গাড়িতে অত্যাধুনিক সুরক্ষা ও প্রতিরোধকারী ব্যবস্থা সজ্জিত 🦩করার বিষয়টিও দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে সেনা। শুধু তাই নয়, পুরো প্রকল্পে ২০০-এর বেশি সংস্থা যুক্ত থাকবে। তার ফলে ৮,০০০-এর বেশি কর্মসংস্থান তৈরি হবে বলে আশা করছেন অপর এক আধিকারিক।