গ্রামাঞ্চলে করোনা পরিস্থিতির নজরদারিতে পোর্টাল তৈরি করল মোদী সরকারগ্রামাঞ্চলে করোনা পরিস্থিতির পর্যবেক্ষণে প্রযুক্তির প্রয়োগ। নয়া পোর্টালই এখন কেন্দ্রীয় সরতারের বড় হাতিয়ার।কী নাম এই পোর্টালের?কোভিড ড্যাশবোর্ড (Covid Dashboard) নাম এই সরকারি পোর্টালের। এর মাধ্যমে ভারতের গ্রামাঞ্চলে করোনা মোকাবিলার পরিকাঠামো কেমন, তা একনজরে দেখতে পারবেন আধিকারিকরা।ফলে কোনও স্থানে করোনা মোকাবিলার উপযুক্ত পরিকাঠামোর অভাব হলে সেই মতো ব্যবস্থা নেওয়া যাবে।'ভারতে আড়াই লক্ষেরও বেশি গ্রাম পঞ্চায়েত রয়েছে। দ্বিতীয় ওয়েভে তো গ্রামগুলো বেশি প্রভাবিত হয়েছে। আর সেই সময়েই নিজেদের আসল গুরুত্ব বুঝিয়ে দিয়েছে এই গ্রামে ছোট হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রগুলি,' জানালেন এই পোর্টালের কাজে যুক্ত এক কেন্দ্রীয় সরকারি আধিকারিক।এখন অ্যাকটিভআপাতত চালু হয়ে গিয়েছে এই পোর্টাল। এর মাধ্যমে কোনও গ্রামে বর্তমান করোনা পরিস্থিতির ধারণা করা যাবে। সেখানে স্বাস্থ্য ও স্যানিটাইজেশনের কমিটি, ফ্রন্টলাইন কর্মী, স্বেচ্ছাসেবক, আইসোলেশন সেন্টারের অবস্থান ইত্যাদি সমস্ত তথ্য পাওয়া যাবে।এছাড়া কোনও পঞ্চায়েতের হোম আইসোলেশন কিট, বেশি-ঝুঁকি আছে এমন ব্যক্তিদের সংখ্যা ইত্যাদিও থাকবে।করোনা টিকা সংক্রান্ত বিভিন্ন তথ্যাবলীও মিলবে এই পোর্টাল থেকেই।ফলে আধিকারিকদেরও যেমন সুবিধা হবে, স্থানীয় কেউ চাইলেও এর সাহায্য নিতে পারেন।সময় লাগবেসবে পোর্টাল চালু হয়েছে। তাই এখনও সেই পরিমাণে অ্যাকটিভিটি শুর হয়নি। কিন্তু গ্রাম পঞ্চায়েতগুলি রিয়েল-টাইম ডেটা আপডেট করা শুরু করলেই পোর্টালটি সম্পূর্ণ কার্যকর হয়ে যাবে।