অতিমারির স♈ুযোগ নিয়ে আরোগ্য সেতু অ্যাপ-এর মাধ্যমে তথ্য চুরির চেষ্টা করছে সাইবার অপরাধীরা। সম্প্রতি এই সতর্ক বার্তা জারি করেছে ভার꧒তের সাইবার নিরাপত্তা সংস্থা CERT-In।
সংস্থার সাম্প্রতিক বিবৃতিতে বলা হয়েছে, ‘আরোগ্য সেতু অ্যাপ-এর মাধ্যমে তথ্য চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে। সাইবার অপরাধীরা কখনও মানব সম্পদ দফতর, সিইও, অথবা কোনও পরিচিত জনের পরিচয় ভাঁড়িয়ে গ্রাহকদের মেসেজ পাঠিয়ে ফাঁদে ফেলছে। কখনও মেসেজে লেখা হচ্ছে- আপনার প্রতিবেশী সংক্রমিত হয়েছেন, দেখুন কারা কারা সংক্রমিত হয়েছেন, আপনার সংস্পর্শে আসা একজন পজিটিভ প্রমাণিত হয়েছেন, স﷽েল্ফ আইসোলেশনে থাকুন অথবা আরোগ্য সেতু অ্যাপ-এর নিয়মাবলী, ইত্যাদির মতো বার্🍨তা।’
জানা গিয়েছে, এই ধরনের মেসেজে ক্লিক করলে গ্রাহকদের ব্যক্তিগত অথবা আর্থিক তথ্য চাওয়া হচꦆ্ছে।
বিবৃতিতে সাবধান করে দেওয়া হয়েছে যে, বেশিরভাগ সময় এই ধরনের মেসেজ কোনও ব্যাঙ🌜্ক অথবা ক্রেডিট কার্ড সংস্থার ওয়েবসাইটের অনুরূপ ভুয়ো ওয়েবসাইট থেকে পাঠানো হয়।
CERT-In জানিয়েছে, সাইবার অপরাধীরা নতুন ღবেশ কয়েকটি ডোমেইন খুলেছে, যেগুলির ভুয়ো পরিচয় হিসেবে লেখা হচ্ছে ‘ত্রাণ প্যাকেজ,’ ‘করোনা সংক্রান্ত নিরাপত্তা টিপস,’ ‘করোনা টেস্টিং কিট,’ ‘করোনা ভ্যাক্সিন,’ ‘করোনার চাঁদা’ ইত্যাদি।
ভারতের অন্যতম শীর্ষস্থানীয় সাইবার বিশেষজ্ঞ পবন দুগ্🅰গালের দাবি, সাইবার নিরাপত্তার বিষয়ে ভারতীয় আইনে যথেষ্ট জোরালো ব্যবস্থা নেই। তাঁর মতে, আরোগ্য সেতু অ্যাপও যথেষ্ট নিরাপদ নয়।