বিভিন্ন রিপোর্টে দাবি করা হচ্ছিল, শরদ পাওয়ার নাকি গতকালই চন্দ্রবাবু নাইডুকে ফোন করে ইন্ডিয়া ব্লকে আসার জন্যে আহ্বান জানিয়েছিলেন। পরবর্তীতে অবশ্য সেই দাবি খারিজ করেন শরদ। তবে কংগ্রেস প্রধান মল্লিকার্জুন খাড়গে ইন্ডিয়া ব্লকে নয়া শরিকদের যোগ করার বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন। এই আবহে আজ অন্ধ্র থেকে জয়ী টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডু দিল্লি যাচ্ছেন। একই দিনে রাজধানীতে বৈঠকে বসবে এনডিএ এবং ইন্ডিয়া। এই আবহে টিডিপির অবস্থান নিয়ে জল্পনা চলছে। তবে আজ সংবাদ সম্মেলনে নাইডু স্পষ্ট করে দিলেন, তিনি এনডিএ-তেই আছেন। দিল্লিতে মোদীর নেতৃত্বে এনডিএ-র বৈঠকে যোগ দিতেই যাচ্ছেন তিনি। (আরও পড়ুন: সরকার গড়বে বিজে🌊পিই, তবে লোকসভার ফলে দেখা গেল কোন ৭ 'চমকপ্রদ সমীকরণ')
আরও পড়ুন: একদিনেই 'হাওয়া' ৪৫ বিলিয়ন ডলার, হি𝄹ন্ডেনবার্গের পরও এত পড়েনি আদানির শেয়ার!
আরও পড়ুন: ভোটের হারে মাত্র ০🍃.৭% হ্রাস, তাতেই এবার বিজেপির লোকসভা আসন কমল ৬৩!
চন্দ্রবাবু নাইডু বলেন, 'আজ আমি দিল্লি যাচ্ছি। নির্বাচন শেষ হওয়ার পর দিল্লি যাওয়ার আগে এটাই আমার প্রথম প্রেস মিট। ভোটারদের সমর্থনে আমি খুবই আনন্দিত। রাজনীতিতে উত্থান-পতন সাধারণ ব্যাপার। ইতিহাসে বহু রাজনৈতিক নেতা ও দল ক্ষমতাচ্যুত হয়েছেন। এটি একটি ঐতিহাসিক নির্বাচন। এমনকি বিদেশ থেকে ভোটাররা এখানে এসেছিলেন তাদের ভোট প্রয়োগ করতে।' এরপর নাইডু বলেন, 'রাজ্যের কল্যাণ ও উন্নয়নের জন্য একটি জোট গঠন করা হয়েছে। ৫৫.৩৮% ভোট পড়েছে। টিডিপি পেয়েছে ৪৫%, এবং ওয়াইএসআরসিপি পেয়েছে ৩৯%...অনেক টিডিপি কর্মী ঘুমহীন রাতের মুখোমুখি হয়েছেন এবং নির্যাতনের শিকার হয়েছেন। এমনকি রাজ্যে মিডিয়াকে বাধা দেওয়া হয়েছিল এবং মিডিয়া হাউসগুলিতে সিআইডি মামলা দায়ের করা হয়েছিল।' এরপর জোট নিয়ে প্রশ্ন করা হলে টিডিপি প্রধান বলেন, 'আপনারা সবসময়ই খবর চান। আমি অভিজ্ঞ একজন রাজনীতিবিদ। দেশে অনেক পালাবদল আমি দেখেছি। আমরা এনডিএ-তে আছি। আমি আজ এনডিএ-র বৈঠকে যোগ দিতে যাচ্ছি।' (আরও পড়ুন: আজ ভাꦬঙা হবে ১৭তম লোকসভা, নয়া সরকার গঠনের অঙ্ক মেলাতꩵে বৈঠক বুধেই, মোদীর শপথ কবে?)
আরও পড়ুন: শুধু স্মৃতি নন, UP🌳-তে ধরাশায়ী আরও ৬ মন্ত্রী, জয়ের ব্যবধান ক💃মল মোদী-রাজনাথের
আরও পড়ুন: ভারতের নির্বাচনের প্রশংসায় আমেরিকা, বিজেপি 'পিছিয়ে পড়া💙য়' কী বলল ওয়াশিং𝓰টন?
চন্দ্রবাবু নাইড়ুর টিডিপির সঙ্গে এবারে বিজেপি এবং পবন কল্যাণের জনসেনা জোট করে ভোট ময়দানে নেমেছিল। লোকসভার পাশাপাশি অন্ধ্রপ্রদেশে বিধানসভা নির্বাচনও অনুষ্ঠিত হচ্ছে। সেখানে ক্ষমতাসীন ওয়াইএসআর কংগ্রেস পার্টি প্রায় মুছে গিয়েছে। ১৭৫ আসনের বিধানসভা ভোটে টিডিপি জয়ী ১৩৫টি আসনে, জনসেনা জিতেছে🔴 ২১ আসনে, বিজেপি ৮ আসনে। আর ওয়াইএসআর কংগ্রেস পার্টি এগিয়ে মাত্র ১৬ আসনে। এদিকে অন্ধ্রপ্রদেশের লোকসভা ভোটেও টিডিপি এগিয়ে ১৬ আসনে, বিজেপি এগিয়ে ৩ আসনে, জোটসঙ্গী জনসেনা এগিয়ে ২ আসনে। এই আবহে টিডিপিকে কাছে টানার চেষ্টা করতে পারে কংগ্রেস। তবে মোদী আর🤡 শাহ গতকালই ফোন করেন টিডিপি প্রধান চন্দ্রবাবুকে। আর আজ নাইডু নিজে মুখে ঘোষণা করলেন যে তিনি এনডিএ-তে থাকবেন।