দিল্লিতে মুকুল রায়ের বাসভবনের বাইরের ছবি বদলে গেল আচমকাই। মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফরের আগে মুকুল রায়ের বাসভবনের বাইরে থেকে উধাও বিজেপির পোস্টার। সেখানে এখন জ্বলজ্বল করছে তৃণমূলের পোস্টার। সূত্রের খবর, মুকুলের বাসভবনের বাইরে আগেও আগে গেরুয়া শিবিরের পোস্টার ছিল। বর্তমানে সেই মুকুল রায়ের বাসভবনের বাইরে তৃণমূল নেত্রীর ছবি সম্বলিত বিশাল হোর্ডিং বসানো হয়েছে। এর সঙ্গেই অপর হোর্ডিংয়ে মমতা বন্দ্যোপাধ্য়ায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিও রয়েছে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নামেই হোর্ডিংগুলি টাঙানো হয়েছে। এই হোর্ডিংও নজর কেড়েছে রাজনৈতিক মহলের। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ২১শের নির্বাচনে ফের বাংলায় ক্ষমতায় আসার পরই জাতীয় ক্ষেত্রে তৃণমূলকে আরও ভালো ভাবে প্রতিষ্ঠিত করার ব্যাপারে সওয়াল করেছিলেন তৃণমূল নেতৃত্ব। ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্তে তৃণমূলকে প্রতিষ্ঠা করার নানা উদ্যোগও শুরু হয়ে গিয়েছে। এর সঙ্গেই বিজেপির সর্বভারতীয় সহ সভাপতির পদ ছেড়ে তৃণমূলে ফিরে এসেছেন মুকুল রায়। রাজনীতিতে যিনি চাণক্য বলেই পরিচিত। এতদিন যিনি বিজেপিকে প্রতিষ্ঠা করতে নানা উদ্যোগ নিতেন এখন তিনিই তৃণমূল শিবিরে। গত লোকসভা নির্বাচনে মুকুলের রণনীতির কাছে হার মানতে কার্যত বাধ্য হয়েছিল ঘাসফুল শিবির। বাংলা থেকে ১৮টি আসনে জয় হাসিল করেছিল বিজেপি। এবারও সামনে লোকসভা নির্বাচন। এবার তৃণমূলের হয় ঘুঁটি সাজাবেন মুকুল রায়। কার্যত বাড়ির সামনে হোর্ডিং টাঙিয়ে দিল্লির বুকে বিজেপিকে নিশানা করে কার্যত সেই বার্তাই দিয়ে দিলেন মুকুল রায়।