পোস্ট অফিসে ২ ও ৩ বছরের আমানত, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (SCSS), কিষাণ বিকাশ পাত্র (KVP) এবং পোস্ট অফিস মাসিক আয় অ্যাকাউন্টে সুদের হার বৃদ্ধি পেয়েছে। সাম্প্রতিক রিজার্ভ ব্যাঙ্কের রেপো রেট সংশোধনের প্রেক্ষিতে এটি বেশ তাত্পর্যপূর্ণ। উল্লেখ্য, ২০২০-২১-এর প্রথম ত্রৈমাসিকে শেষবার এই সুদের হার সংশোধন করেছিল পোস্ট অফিস। সেই সময়ে এই সঞ্চয় প্রকল্পগুౠলিতে সুদের হার হ্রাস করা হয়েছিল।
কবে থেকে নয়া সুদের হার প্রযোজ্য হবে?
অক্টোবর ১, ২০২২ থেকেই এই নয়া সুদের হার লাগু হচ্ছে। অর্থাত্ পুজোর মাসেই বর্ধিত সুꦗদের হার পাবেন বিনিয়োগকারীরা।
পোস্ট অফিসে ২ বছরের ডিপোজিটের সুদের হার
২০ বেসিস পয়েন্ট বৃদ্ধি করা হয়েছে। আগে ৫.৫% ছিল। সেটা বাড়িয়ে ৫.🅘৭% করা হয়েছে।
পোস্ট অফিস তিন বছরের ডিপোজিটে সুদের হার
৫.৫% থেকে বাড়িয়ে ৫.৮% করা হয়েছে।
সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের(SCSS) সুদের হার
সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে এখন সুদের হার ৭.৪%। সেখান থেকে ২০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ﷽৭.৬% করা হয়েছে।
কিষাণ বিকাশ পত্রের (KVP) নতুন সুদের হার
কিষꦓাণ বিকাশ পত্রে (KVP) মেয়াদ এবং সুদের হার উভয়ই সংশোধন করা হয়েছে। KVP-তে সুদের হার ৬.৯% থেকে বাড়িয়ে ৭% করা হয়েছে। সময়কাল এক মাস কমিয়ে ১২৩ মাস করা হয়েছে।
মাসিক আয় যোজনা (MIS)-র সুদের হার
মাসিক আয় স্কিমে (MIS) সুদের হার ৬.৬ শতাংশ থেকে বাড়িয়ে ৬.৭ শতাংশ করা হয়ে🌱ছে।
PPF, NSC, সুকন্যা সমৃদ্ধি যোজনার সুদের হার
সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY), পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF), ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটের(NSC) সুদের হারে কোনও পরিবর্তন করা হয়নি। পোস্ট অফিস সেভিংস ডিপোজিট এবং পোস্ট অফিস রিকারিং ডিপোজিটেও সুদের꧅ হারে কোনও পরিবর্তন ౠকরা হয়নি।