আপনি কি ইনস্টাগ্রামে ফুড কনটেন্ট দেখেন? সেক্ষেত্রে বিখ্যাত পেস্ট্রি শেফ আমাউরি গুইচꦦনের পেজটি দেখেও থাকতে পারেন। আমাউরি একজন সুইস-ফরাসি পেস্ট্রি শেফ। তিনি দুর্দান্ত পেস্ট্রি ডিজাইন এবং চকোলেট ভাস🐬্কর্যের জন্য পরিচিত। সম্প্রতি আরও একবার ভাইরাল হয়েছেন আমাউরি। চকোলেট দিয়ে বাঘের ভাস্কর্য তৈরির একটি ভিডিয়ো শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। চিনা নববর্ষ উদযাপনের জন্য এই চকোলেট ভাস্কর্যটি বানানো।
আরও পড়ুন : CBSE Class 10 and 12 Term 2 Exam Date: পরীক্ষার দিন কি ঘোষণা করে দেওয়া হয়েছে?
ভিডিয়োটিতে গুইচনকে একটি বাঘ তৈরি ♈করতে দেখা গিয়েছে। 🌄ছাঁচের মধ্যে বিশেষ কায়দায় চকোলেট ভরে ভাস্কর্য বানাচ্ছেন তিনি। চকোলেট দিয়েই মুখ, কান এবং লেজ তৈরি করেছেন আমাউরি। সব শেষে এডিবেল পেইন্ট দিয়ে রঙ করে বাঘের রূপটি ফুটিয়ে তুলেছেন তিনি। দেখুন সেই ভিডিয়ো :
আরও পড়ুন : 'ঠিক যেন শিল্পীর আঁকা,' ISS থেকে তোলা পৃথিবীর ছবি পোস্ট করলেন মহাকাশচারী
ভিডিয়োটি মাত্র একদিন আগেই ইনস্টাগ্রামে পোস্ট করা হয়েছ𝓀িল। ইতিমধ্যেই ৪.৭ লাখের বেশি লাইক পরেছে ভিডিয়োটিতে।