মুসকান শর্মা
চেন্নাই মেরಌিনা বিচে ভারতীয় বিমান বাহিনীর এয়ার শো দেখতে হাজার হাজার মানুষের উপস্থিতি। তবে এই শো দেখতে এসে ভিড়ের চাপে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। ৫০ জনকে ডিহাইড্রেশনের কারণে হাস꧂পাতালে ভর্তি করা হয়।
এই ঘটনার জেরে তীব্র সমা🔯লোচনার মুখে পড়েছে তামিলনাড়ু সরকার। এই অনুষ্ঠানে ভিড় ব্যবস্থাপনা যথাযথ ছিল না বলে অভিযোগ। পানীয় জল বা শৌচাগারের সুবিধা ছাড়াই সৈকতে অত মানুষ জড়ো হয়েছিলেন।
চেন্নাইয়ের একট🌠ি স্টেশনে দেখা যায় হাজার হাজার মানুষ জড়ো হয়ে গিয়েছেন। ভাইরাল হয়েছে সেই 🐼সব ভিডিয়ো।
ভাইরাল ভিডিওগুলি দেখুন এখানে:
স্টেশনে তোলা সেই ভিডিওতে দেখা যায়, যাত্রীদের অনেকেই ভিড়ে ঠাসা প্লাটফর্মে ট্রেনেরꦅ জন্য অপেক্ষা করছেন, আবার কেউ কেউ প্ল্যাটফর্মের কিনারায় বসে রেললাইনের ওপর পা ঝুলিয়ে বসে আছেন।
একট🙈ি ক্লিপে দেখা যায়, একটি ট্রেন একটি স্টেশন ছেড়ে যাচ্ছে এবং দরজা-জানালা দিয়ে যাত্রীরা ঝুলছেন। তাদের মধ্যে কেউ কেউ ট্রেনের ছাদে ওঠার চেষ্টাও করেন। 'পাগল!! ক্যাপশনে লেখা হয়েছে, 'চেন্নাই এয়ার শো-তে যাওয়ার জন্য এভাবেই ট্রেনে যাতায়াত করেছেন সাধারণ মানুষ।
প্রতিবেদনে বলা 👍হয়েছে যে এয়ার শো দেখতে🔯 আসা হাজার হাজার লোককে দুই থেকে তিন ঘন্টা প্রখর রোদে দাঁড়িয়ে থাকতে হয়েছিল। শো শেষ হলে মানুষের ভিড় আছড়ে পড়ে আশপাশের ট্রেন স্টেশন ও রাস্তায় বাড়ি ফেরার জন্য।
'সবচেয়ে খারাপ ভিড় ব্যবস্থাপনা' অনুপযুক্ত ভিড় ব্যবস্থাপনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে
টুইটে লেখা হয়েছে, ‘তামি🤡লনাড়ু সরকারের ভিড় ব্যবস্থাপনা সবচেয়ে খারাপ। মেরিনা বিচে এয়ার শো অনুষ্ঠানে হাজির ছিলেন ১৫ লক্ষ মানুষ। দুর্বল ব্যবস্থাপনার কারণে, কমপক্ষে চারজন মারা গেছেন এবং ২০০ জনেরও বেশি হাসপাতালে ভꦏর্তি হয়েছেন,’ একজন ব্যবহারকারী একটি জনাকীর্ণ ট্রেন স্টেশনের ভিডিও শেয়ার করে লিখেছেন।
এয়ার শোতে অংশ নেওয়া আরেকজন ব্যবহারকারী তার অভিজ্ঞতা শেয়ার করেছেন। 'মেরিনা বিচে আজকের অভিজ্ঞতা থেকে। ট্রাফিক রুটের দুর্বল পরিকল্পনা। গণপরিবহন, লোকা🌸ল ট্রেন বাড়েনি, ৩০ মিনিটে ১টি ট্রেন। জনসাধারণের জন্য কোনও জল সরবরাহ করা হয়নি, এমনকি সাধারণ বিক্রেতাদেরও সরানো হয়নি, আমি ব্যক্তিগতভাবে স্থানীয় বাড়ি থেকে জল পেয়েছি।
এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে চারদিকে শোরগোল পড়ে গিয়েছে। কেন এত অ💫ব্যবস্থা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।