অরুণাচল প্রদেশের মাটিতে আ🔯স্ত গ্রাম তৈরি করছে চিন। সাম্প্রতিক এই সংবাদে বুধবার উদ্বেগ প্রকাশ করল শিব সেনা। সেই সঙ্গে উল্লিখিত গ্রামটি ধ্বংস করার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানিয়েছে মহারাষ্ট্রꦯের শাসকদল।
এ দিন সেনার মুখপত্র সামনা-তে প্রকাশিত সম্পাদকীয় নিবন্ধে লেখা হয়েছে, ‘লাদাখে এর আগে চিন যা করেছিল, এখন তা-ই করছে অরুণাচল꧋ প্রদেশে। অরুণাচলে একটি গ্রাম তৈরি করে ফেলেছে চিন। কী করে এই খবর কেউ জানল না? কেউ ছোট একটি বাড়ি তৈরি করলেই প্রতিবেশীরা জেনে যান। খানে একটি আস্ত গ্রাম নির্মাণ করা হয়েছে, আর তা কেউ জানেই না? এ তো রাতারাতি তৈরি হয়নি। শক্তিশালী সরকার যে নিজেকে সেবক, চৌকিদার ইত💫্যাদি বলে, সে এখনকী করছে?’
একই সঙ্গে সম্পাদকীয়তে প্রশ্ন তোলা হয়েছে, 𝔉কেন্দ্রীয় সরকার কি নিজের এলাকায় ওই সমস্ত অবৈধ নির্মাণ ভাঙবে, না কি চিনের আঘাত চুপচাপ সহ্য করবে?
নিবন্ধে লেখা হয়েছে, ‘কোনও রকম অবৈধ নির্মাণ হলেই স্থানীয় পুরসভা সেখানে গিয়ে নির্মাণ ভেঙে দেয়। আন্তর্জাতিক আইন এড়িয়ে এই নির্মাণ ধ্বংসের সিদ্ধান্ত নিতে পারে ভারত। এখন প্রশ্ন হল, ভারত কি এই অধিকার প্রয়োগ করবে, না কি চিনের আঘাত ༒নিপ্লজ্জ ভাবে চুপচাপ সহ্য করবে?’