ফের ঊর্ধ্বমুখী হচ্ছে চিনের করোনা সংক্রমণের হার। মঙ্গলবার চিনে ১৪৪ জন করোনা সংক্রমিত হন। তাঁদের মধ্যে ১২৬ জন স্থানীয় ভাবে সংক্রমিত হয়েছে এই ভাইরাসের দ্বারা। গত সাত মাসে একদিনে এতজন করোনা আক্রান্ত হয়নি চিনে। এর জেরেই ফের চিন্তা𒉰র ভাঁজ পড়েছে বেজিংয়ের কপালে। ফের স্থানীয় ভাবে লকডাউন জারি করা হচ্ছে চিনের বিভিন্ন জায়গায়।
কয়েক সপ্তাহ আগে উহানে নতুন করে করোনা সংক্রমণ দেখা দিয়েছিল। প্রাথমিক ভাবে সংক্রমণ স্থানীয় ভাবে না ছড়ালেও পরবর্তীতে স্থানীয় সংক্রম🌳ণের খবরও আসতে শুরু করে। এরপরই উহানে বসবাসকারী ১২ মিলিয়ন মানুষের করোনা টেস্ট করানো হয়।
এর আগে সဣ্থানীয় ভাবে সংক্রমণের হার𒊎 শূন্যে নামিয়ে এনেছিল চিন। তবে ফের একবার স্থানীয় ভাবে সংক্রমণ বাড়তে থাকায় চিন্তিত চিনা প্রশাসন। এদিকে সাম্প্রতিক অধিকাংশ করোনা সংক্রমণের কেস ইয়াংঝৌ শহরের পূর্ব প্রান্তে অবস্থিত এক কোভিড টেস্ট সেন্টারের সঙ্গে যুক্ত বলে জানা গিয়েছে।
এই আবহে বেশি সংখ্যক মানুষকে এক জায়গায় নিয়ে এসে নমুনা পরীক্ষার বিষয়ে সতর্ক করেছে প্রশাসন। ৪.৬ মিলিয়নের বাস এই ইয়াংঝৌতে। এখানে 🦩এখনও পর্যন্ত ১.৬ মিলিয়ন মানুষের নমুনা পরীক্ষা হয়েছে। এদিকে স্থানীয় প্রশাসনের তরফে গাফিলতির অভিযোগ করা হয়েছে চিনা কমিউনিস্ট পার্টির কিছুজন সদস্যের বিরুদ্ধে। এদিকে নানজিং শহরে বিমানবন্দরের কয়েকজন সাফাই কর্মীর করোনা সংক্রমণ ধরা পরার পর থেকে সেই শহরেও করোনা সংক্রমণের কেস সামনে আসছে।