জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের মৃত্যুতে যেখানে গোটা বিশ্ব স্তম্ভিত সেখানে চিনে এই মৃত্যুতে উল্লাস চলছে। আবের উপর হামলার খবর প্রকাশ হতেই চি🤪না ‘টুইটার’ হিসেবে পরিচিত ‘ওয়েইবো’তে বহু চিনা জাতীয়তাপন্থী নাগরিক ‘উল্লাস’ শুরু করেন। বহু চিনা শিনজো আবের মৃত্যু কামনা করে পোস্ট করেন। এই পোস্টগুলির স্ক্রিনশট নিয়ে টুইটারে পোস্ট করেন ‘বাদিউচাও’ নামক এক ব্যবহারকারী। তিনি অস্ট্রেলিয়ায়💃 বসাবসরত একজন চিনা রাজনৈতিক কার্টুনিস্ট।
বাদিউচাও-এর পোস্টে দেখা যায় শিনজো আবের মৃত্যু কামনা করে প্রচুর পোস্ট হয় চিনা সোশ্যাল মিডিয়াতে। এক ব্যবহারকারীকে আবার ‘উইচ্যাট’-এ൩ লিখতে দেখা যায় – ‘আশা করি জাপানের বর্তমান প্রধানমন্ত্রী এবং কোরিয়ার প্রধানমন্ত্রীরও একই পরিণতি হোক।’ এদিকে চিনা সংবাদপত্র গ্লোবাল টাইমসের তরফে এই হত্যাকাণ্ড নিয়ে রিপোর্টে লেখা হয়েছে – ‘জাপানে শিনজো আবের অনুগামীরা এই হত্যাকাণ্ডের ফায়দা তুলে চিন বিরোধী নীতি চালু করতে পারে।ಞ এর থেকে পূর্ব এশিয়ায় ন্যাটোর প্রবেশ হতে পারে।’
যদিও এসবের মাঝে সরকারি ভাবে চিনা সরকার এই ঘটনায় ‘স্তম্ভিত’। চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র বেজিংয়ে সাংবাদিকদের এই বিষয়ে বলেন,ཧ ‘জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের হত্যাকাণ্ডে চিন স্তম্ভিত। আমরা তাঁর পরিবারের প্রতি সমবেদনা ব্যক্ত করতে চাই।’ উল্লেখ্য, গতকাল সকালে একটি নির্বাচনী জনসভা চলাকালীন এক প্রাক্তন নৌসেনা কর্মীর গুলিতে জখম হন শিনজো আবে। গলায় ও বুকে গুলি লাগে তাঁর। গুলিবিদ্ধ হওয়ার পরই হৃদরোগে আক্রান্ত হন। এরপরই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। দীর্ঘ চেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি তাঁকে। গতকাল জাপানি সময়ে বিকেল পাঁচটা নাগাদ তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছিলেন।