চিনের প্রেসিডেন্ট জি জিনপিং। তিনি এবার কমিউনিস্ট পার্টির শীর্ষনেতাদের পরামর্শ দিলেন পরিবার পরিজনদেরও দুর্নীতি থেকে দূরে রাখুন। সেই সঙ্গে তার পরামর্শ অন্ধের মতো বিদেশি ব্যাপারগুলিকে অনুসরণ করবেন না। মার্ক্সীয় ভাবধারা বজায় রাখার জন্য়ও তিনি পরামর্শ দেন। গত ২২ ডিসেম্বর একটি মিটিংয়ে তিনি এনিয়ে মতামত দিয়েছেন।চিনের প্রেসিডেন্ট সাফ জানিয়ে দেন, পরিবারের সদস্য,আত্মীয় স্বজন, স্টাফেদের, শ্রমিকদের দুর্নীতি থেকে দূরে রাখার জন্য কঠোর পদক্ষেপ নিন।কমিউনিস্ট পার্টি অফ চিনেরও প্রধান হলেন চিনের প্রেসিডেন্ট। ২০১২ সালে তিনি নেতৃত্বের জায়গায় এসেছিলেন। তারপর থেকেই কার্যত তিনি দুর্নীতির বিরুদ্ধে লম্বা চওড়া ভাষণ দিতেন। কিন্তু দলের মধ্যেও তার বিরুদ্ধে কোনওদিন কোনও সমালোচনা হয়নি তেমনটা নয়।গত ৪ ডিসেম্বর সেন্ট্রাল কমিশন ফর ডিসিপ্লিন ইনসপেকশন, সিপিসির অ্যান্টি করাপশন ইউনিট জানিয়েছিল এখনও দুর্নীতির বিষয়টি রয়েই গিয়েছে। প্রসঙ্গত চিনের কমিউনিস্ট পার্টির মধ্যে পলিটিকাল ব্যুরো রয়েছে ২৪ জনের। সেটা পলিটব্যুরো বলে পরিচিত। এটাই হল পার্টির সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে উল্লেখযোগ্য বডি।এনডিটিভির প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, সিসিডিআই জানিয়েছিল,দুর্নীতিকে চিহ্নিত করা ক্রমেই শক্ত হয়ে যাচ্ছে। এদিকে আগে উৎসবের দিনগুলিতে চিনের আধিকারিকরা অতিরিক্ত উপহার নিয়ে নিতেন। সিসিডিআই জানিয়েছে, চলতি বছরের প্রথম দশ মাসে ১১৪.২৩৮জনকে তদন্তের আওতায় আনা হয়েছিল। তাদেরকে সতর্কও করা হয়। তার মধ্য়ে ৮০,০৯৬কে দলের তরফে শৃঙ্খলাভঙ্গের শাস্তির মুখে পড়তে হয়েছিল।