China Military Budget impact: মুখে 'ড্রাগন-হাতির নাচের' বার্তা, তাও ভারতকে গোল দিতে পাকিস্তানকে 'পাস' চিনের? Updated: 08 Mar 2025, 09:39 AM IST Abhijit Chowdhury নিজেদের প্রতিরক্ষা বাজেটে বরাদ্দ বেড়েছে। তার মধ্যে আবার পাকিস্তানের জন্যেও 'উপহার' পাঠাতে পারে। এহেন চিনের শক্তিবৃদ্ধিতে তাই উদ্বেগ বড়তে পারে দিল্লির। রিপোর্ট অনুযায়ী, এবারে চিনের প্রতিরক্ষা বরাদ্দ ভারতের তিনগুণ।