দীর্ঘদিন ধরে বুঝিয়েছেন গোটা বিশ্বের পশুপ্রেমীরা। বুঝিয়েছেন চিকিৎসকরাও। অবশেষে করোনাভাইরাসের গুঁতোয় কুকুর – বিড়ালের মাংস খাওয়া ছাড়তে চলেছে চিনারা। চিনের শিনঝেন প্রদেশে নিষিদ্ধ হয়েছে কুকুর – বিড🌃়ালের মাংস। হংকং লাগোয়া প্রদেশটির প্রশাসনের তরফে জানানো হয়েছে, বন্যপ্রাণীদের মাংস খাওয়া বন্ধ করার প্রাথম💟িক ধাপ হিসাবে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। ১ মে থেকে জারি হবে এই নিষেধাজ্ঞা।
চিনে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর জানা যায় পশুর মাংসের বাজার থেকেই প্রথম শুরু হয়েছিল সংক্রমণ। চিকিৎসকদের ধারণা, চিনের হুবেই প্রদেশের ইউহান শহরের পশুর মাংসেಌ𝄹র বাজার থেকে ছড়িয়েছে ভাইরাস। ওই বাজারে বাদুর, সাপ, নেউল ও অন্যান্য পশুর মাংসও মেলে।
শিনঝেন প্রদেশের প্রশাসনের তরফে জানানো হয়েছে, ‘পোষ্য হিসাবে মানুষের অনেক কাছের কুকুর ও বিড়াল। তাই এইসব প্রাণীর মাংস খাও🐻য়া সমস্ত সভ্য দেশ এমনকী হংকং ও তাইওয়ানের মতো চিনা উপনিবেশেও নিষিদ্ধ। মানব সভ্যতার দাবি ও আদর্শকে সম্মান জানাতেই এই সিদ্ধান্ত।’
গত ফেব্রুয়ারিতে চিনে করোনাভাইরাস মহামারির আকার ধারণ করার পর সেদেশের আইনসভার তরফে জানান𓄧ো হয়, বন্যপ্রাণীর মাংস ভক্ষণ নিষিদ্ধ করতে পদক্ষেপ করতে চলেছে তারা।
গোটা 💃বিশ্বে করোনাভাইরাস সংক্রমণের জেরে মৃত্যুর সংখ্যা ৫০,০০০ ছাড়িয়েছে। আক্রান্ত প্রায় ১০ লক্ষ। আর গোটা পরিস্থিতির জন্য চিনের মানুষের খাদ্যাভ্যাসকে দায়ী করছে বিশ্ববাসী। এর আগেই চিন থেকে ছড়িয়েছে একাধিক ভাইরাস।🌸 বার বার বারণ সত্বেও বন্যপ্রাণীর মাংস খাওয়া নিষিদ্ধ করতে কোনও পদক্ষেপ করেনি কমিউনিস্ট রাষ্ট্রটি।