একবার ভেবে দেখুন! আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, আর ঝরঝর করে আপনার ওপর ♑বর্ষণ হচ্ছে পোকার! পোকা-বৃষ্টির এমন অভিজ্ঞতা যতটা শিউরে ওঠার মতো, ততটাই ভয়ানক। তবে এই পোকা-বৃষ্টির ঘটনা বাস্তবের রূপ নিয়েছে চিনে। চিনের লিয়াওনিংয়ে এমনই পোকার বৃষ্টির♛ ভিডিয়ো ভাইরাল হয়েছে।
যে ভিডিয়ো ক্লিপ ভাইরাল হয়েছে, তাতে দেখা গিয়েছে, ঝরধর করে আকাশ থেকে পড়ছে পোকা। ভিডিয়োর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস। এদিকে, সোশ্যাল মিডিয়ায় এই ভিডিয়ো ঘিরে তুঙ্গে আলোচনা। ছোট্ট ছোট্ট পোকা ওপর থেকে আচমকা কেন পড়ছে, তা নিয়ে স্বভাবতই প্রশ্ন উঠছে। এদিকে, এলাকাবাসীদের দেখা যাচ্ছে ছাতা নিয়ে পোকা-বৃষ্টি থেকে নিজেদের রক্ষা করতে। ভিডিয়োয় একটি গাড়িকে দেখা গেল। তার ওপর কিলবিলিয়ে পড়তে দেখা যাচ্ছে ওই গাড়িটির ওপর! ( কোর্ট চত্ꦕবরে হোলির অনুষ্ঠানে 'আপত্তিকর' নাচ! নিন্দায় দিল্লি হাইকোর্ট কী জানাল?)