রেজাউল এইচ লস্কর
আমেরিকার হাউজ স্পিকার ন্যানসি পেলোসির তাইওয়ান সফরের পরেই চোখ রাঙাতে শুরু করেছে চিন। এবার তারই জবাব দিলেন তাইওয়ানের বিদেশমন্ত্রী যোশেফ ইউ। তিনি তাইপেইতে একটি সা🙈ংবাদিক সম্মেলেন জানিয়েছেন, পেলোসির সফরের পরেই চিন আকাশপথে ও জলপথে মহড়া শুরু করেছে। এটা তাইওয়ানের উপর আগ্রাসনের একটি অঙ্গ।
এদিকে চিন ক্রমাগত আকাশ ও সমুদ্রপথে মহড়া চালিয়ে যাচ্ছে। এমনকী চিনের যুদ্ধ ꦺজাহাজ ও যুদ্ধবিমান তাইওয়ান ও মেইনল্যান্ডের মধ্যে সীমারেখাও লঙ্ঘন করে ফেলেছে বলে খবর। এদিকে চিনের এই অভিযান সম্পর্কে তাইওয়ানের বিদেশমন্ত্রী জানিয়েছেন, তাইওয়ানের প্রতি আগ্💙রাসনের জন্যই এসব করছে চিন। এই মহড়া দেখে এটা পরিষ্কার যে তাইওয়ানের প্রতি চিনের জিওস্ট্র্যাটেজিক উচ্চাকাঙ্খা ঠিক কী। চিনের আসল লক্ষ্য যে এই সামরিক মহড়ার মাধ্য়মে তাইওয়ান ও সামগ্রিক এলাকার Status quo টাকে বদলে ফেলা।
তবে এখন চিন শুধু তাইওয়ানের কথা বললেও ওদের আসল লক্ষ্য আরও বিস্তৃত। তাইওয়ানের প্রতি চিনের ব্যবহার শুধু একটি♑ উপলক্ষ্য🍌। আসলে ওরা তাইওয়ানের বাইরেও কিছু চাইছে। এই কায়েমি স্বার্থের বিরুদ্ধে সꦯমস্ত স্বাধীনতাকামী দেশের একযোগে কাজ করা দরকার। দাবি তাইওয়ানের বিদেশমন্ত্রী।