মুম্বই সংল্গন আরব সগারের বুকে হেলিকপ্টার দুর্ঘটনার খবর উঠে আসছে। ন্যাচরাল গ্যাস কর্পোরেশনের তরফে জানানো হয়েছে, আরব সাগরের বুকে মুম্বই হাই সংলগ্ন ওনজিসির সাগর কিরণ রিগের কাছে ওই দুর্ঘটনাগ্রস্ত হোলিকপ্টারের জরুরি অবতরণ করানো হয়। হেলিকপ্টারে ৭ জন যাত্রী ও ২ জন পাইলট ছিলেন বলে জানানো হয়। প্রাথমিক তথ্যে জানা গিয়েছে ৪ জনকে উদ্ধার করা গিয়েছে। তবে পরবর্তীকালে কোস্ট গার্ডের মඣুখপাত্র আরকে সিং জানিয়েছেন ৯ জনকেই অক্ষত অবস্থায় উদ্ধার করা গিয়েছে।
ইতিমধ্যেই ভারতীয় কোস্টগার্ডকে দেওয়া হয়েছে খবর। তারাও নেমেছে উಞদ্ধার কাজে। এর আগে, আইসিজি একটি টুইটে জানিয়েছিল ওএনজিসি 'পবন হংস' হেলিকপ্টার দুর্ঘটনায় পড়ে। তবে পরে সেই টুইট ডিলিট করা হয়। প্রাথমিকভাবে ৪ জনের উদ্ধারের খবর আসলেও, পরে জানা গিয়েছে, আরও একজনকে উদ্ধার করা গিয়েছে। সূত্রের দাবি, ওই হেলিকপ্টারে ৯ জন ওএনজিসি কর্মী ছিলেন। জানা যাচ্ছে, জরুরি অবতরণের সময় ফ্লোটার্স ব্যবহার করে রক্ষা পেয়েছেন তাঁরা। জানা গিয়েছে ২ টি জাহাজ ঘটনাস্থলে পাঠিয়ে উদ্ধার কাজ চালানো হয়।
তবে স্বভাবতই প্রশ্ন উঠছে, যে কী কারণে এমন জরুরি অবতরণ করতে হল হেলি𓂃কপ্টারকে? কোথায় ছিল ফাঁক? প্রাথমিকভাবে এর কা♛রণ জানা যায়নি। তবে আশা করা হচ্ছে এই নিয়ে কোনও বস্তুনিষ্ঠ তথ্য উঠে আসবে শিগগির। আপাতত কপ্টারে সওয়ার সকলকে অক্ষত অবস্থায় উদ্ধারের চেষ্টা ছিল জারি। শেষ পর্যন্ত সকলকেই উদ্ধার করা গিয়েছে।