শ্রুতি তোমার
বিজেপির সংসদীয় বোর্ড থেকে বাদ পড়ে গেলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ চৌহান। কেন্দ্রীয় ইলেকশন কমিটি থেকেও তাঁর নাম বাদ দেওয়া হয়েছে বুধবার। আট বছর ধরে তিনি দলের এই গুরুত্বপূর্ণ কমিটিতে ছিলেন। তাঁ👍কে আচমকা বাদ দেওয়ার ঘটনাক🌱ে ঘিরে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।
২০১৪ সালের 🍒অগস্ট মাসে তিনি পার্লামেন্টারি বোর্ডে অন্তর্ভুক্ত হয়েছিলেন। নরেন্দ্র মোদী আসার পরেই তিনি এই বোর্ডে আসেন। সেই শিবরাজ চৌহ💦ানকেই এবার বাদ দেওয়া হল। তবে নতুন মেম্বারদের স্বাগত জানিয়েছেন তিনি।
রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এটি শিবরাজ চৌহানের কাছে নিঃসন্দেহে একটি সেটব্যাক। রাজনৈতিক বিশেষজ্ঞ দীনেশ গুপ্তের মতে, মধ্যপ্রদেশের রাজনীতিতে এটা একটা বড় 🌊মোড়। কার্যত রাজ্যের নেতৃত্বের বদলেরও ইঙ্গিত দিচ্ছে এই পদক্ষপ।
রাজনৈতিক মহলের মতে♏, 🃏এই ঘটনা শিবরাজ চৌহানের কেরিয়ারে একটি দাগ ফেলে দেবে। প্রশ্ন উঠছে তবে ক📖ি আগামী ২০২৩ এর নির্বাচনে মধ্যপ্রদেশে তিনি বিজেপির মুখ হচ্ছেন না?
অপর রাজনৈতিক বিশেষজ্ঞ গিরিজা শংকর জানিয়েছেন, এই সিদ্ধান্তের পে🎃ছনে কী যুক্তি রয়েছে তা বোঝা সহজে সম্ভব নয়। চৌহানের জায়গায় কিছুটা কম পরিচিত মুখ আনা হয়েছে। এটা খুব অবাক করা সিদ্ধান্ত। কারণ চৌহান এখনও জনগণের কাছে জনপ্রিয় মুখ।
তবে কংগ্রেস নেতা গোবিন্দ সিং জানিয়েছেন, বিজেপির কেন্দ্রীয় নেতারা বার্তা দিয়ে দিলেন এবার বদলের সময় এসেছে। বিজেপি নেতা হীতেশ✨ বাজপেয়ি বলেন, এটি রুটিন ব্যাপার। নতুনদের সুযোগ দেওয়া বিজেপির পলিসির মধ্য়েই পড়ে। শিবরাজকে বদলের জল্পনার কোনও মানে নেই।