থমথমে উত্তরাখণ্ডের পুরোলা। সাম্প্রদায়িক বিভেদের চাপা উত্তেজনা এলাকা জুড়ে। গত ২০ দিন ধরে এলাকায় সংঘাতের আবহ। অভিযোগ, এলাকাছাড়া হয়েছেন বহু মুসলিম। ঘটনার সূত্রপাত এক নাবালিকার বাড়ি থেকে পালিয়ে যাওয়া নি𓃲য়ে। অভিযোগ, পুরোলায় ‘লাভ জেহাদ’ ঘিরে উত্তেজনা চরমে♈ উঠেছে। সেই ঘটনার বিরুদ্ধে গিয়ে স্থানীয় এক হিন্দু সংগঠন ‘মহাপঞ্চায়েত’ এর ডাক দিয়েছিল। সেই মহাপঞ্চায়েত ঘিরে মামলা যায় সুপ্রিম কোর্টে। যা খারিজ করেছে শীর্ষ আদালত। এ দিকে, থমথমে উত্তরাখণ্ডের পুরোলা।
ওই লাভ জেহাদ মামলা ঘিরে উত্তরাখণ্ডের পুরোলা♎য় ১৫ জুন হিন্দুত্ববাদী সংগঠনের তরফে ডাকা হয়েছিল মহাপঞ্চায়েত। তার জবাবে ১৮ জুন পাল্টা মুসলিম গোষ্ঠীর তরফে আরও একটি মহাপঞ্চায়েতের ডাক দেওয়া হয়। এদিকে, প্রশাসন সেই মহাপঞ্চায়েতের অনুমতি দেয়নি। ১৫ জুন থেকেই পুরোলায় জারি হয়েছে ১৪৪ ধারা। এদিকে, এলাকায় বহু মুসলিম ব্যক্তিদের দোকান বন্ধ রয়েছে। অনেকেই এলাকা ছেড়ে বেরিয়ে গিয়েছেন। নিরাপত্তা ওই এলাকায় আরও আঁটোসাটো করা হচ্ছে।
(Mamata Video: 'রোজই আদ্যাস্ত🌟ব পাঠ করি', আদ্যাপীঠ পৌঁছে ঘরের পুজো নিয়ে কী বললেন মমতা? )
ঘটনার সূত্রপাত ২৬ মে। অভিযোগ, সেই দিন এলাকার এক হিন্দু পরিবারের মেয়েকে বাড়ি থেকে পালিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে এক মুসলিম পরিবারের সদস্যের বিরুদ্ধে। সেই ঘটনা ঘিরে দুই পক্ষের সংঘাতে মুসলিম সদস্যদের🤡 দোকান বন্ধ হয়ে যায় এলাকায়। জায়গায়, জায়গায় হুমকি দিয়ে পড়তে থাকে পোস্টার। এখনও পর্যন্ত এলাকার ১২ জন মুসলিম ব্যবসায়ী এলাকা ছাড়া হয়েছেন। এই পলাতক মুসলিমদের মধ্যে বিজেপির এক সংখ্যালঘু সেলের নেতা রয়েছেন। এℱকদিকে ১৫ জুন বিশ্ব হিন্দু পরিষদ মহাপঞ্চায়েতের ডাক দিয়েছে, অন্যদিকে, ১৮ জুন দেরাদুনের পল্টন বাজারে মুসলিমরা ডাক দিয়েছেন শহরের জামা মসজিদে মহাপঞ্চায়েতের ডাক দিতে। এলাকায় হিন্দুদের দাবি, জোর করে এলাকায় মহিলাকে বাড়ি থেকে পালাতে বাধ্য করা হচ্ছে ‘লাভ জেহাদ’ ঘিরে, অন্যদিকে, মুসলিমদের অভিযোগ, তাঁদের এলাকা ছাড়া করার চেষ্টা হচ্ছে। এই পরিস্থিতিতে, এলাকায় ১৪৪ ধারা জারি হয়েছে। জায়গায় জায়গায় চলছে পুলিশ টহল।