জাভেদ আখতারের পাশে দাঁড়াল না শিবসেনাও। বিজেপির মতো এবার শিবসেনাও তোপ দাগল আখতারের বিরুদ্ধে। আরএসএস-কে তালিবানের সঙ্গে তুলনা টানা প্রসঙ্গে শিবসেনা মুখপত্র সামনার এক প্রতিবেদনে লেখা হল, 'রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এবং বিশ্ব হিন্দু পরিষদকে তালিবানের সঙ্গে তুলনা করা হিন্দু সংস্কৃতিকে অসম্মান করা।' এই মন্তব্🧔যের প্রেক্ষিতে নাম না করেই জাভেদ আখতারকে আত্মসমীক্ষা করতে বলা হয় সামনার প্রতিবেদনে।
উল্লেখ্য এর আগে জাভেদ আখতার ꦏবলেন, 'তালিবান যেমন ইসলামিক স্টেট চায়, তেমনই বহু হিন্দু আছে যারা হিন্দু রাষ্ট্র চায়। এরা একই ধরনের মানসিকতার। সে মুসলিম, খ্রিস্টান, ইহুদি হোক বা হিন্দুরা। যারা আরএসএস, ভিএইচপি আর বজরং দলকে সমর্থন করে, তারাও একই রকম।'
এই প্রসঙ্গে সামনার সম্পাদকীয়তে লেখা হয়, 'সমাজ এবং মানব সভ্যতার প্রতি হুমকি তালিবান। আজকাল সেই তালিবানের সঙ্গে যে কারোর তুলন🐓া টানা হচ্ছে। পাকিস্তান ও চিন, যারা গণতান্ত্রিক দেশ নয়, তারা তালিবানকে সমর্থন করছে কারণ এই দুই দেশে মানবাধিকার রক্ষার কোনও প্রশ🎉্ন নেই। তবে আমরা গণতন্ত্র। সব ব্যক্তির স্বাধীনতাকে এই দেশে সম্মান জানানো হয়। তাই আরএসএস-এর সঙ্গে তালিবানের তুলনা টানা ভুল। সবদিক দিয়েই ভারত খুব সহনশীল।'
সম্পাদকীয়তে আরও লেখা হয়, 'রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এবং বিশ্ব হিন্দু পরিষদ চায় যাতে হিন্দুদের অধিকার খর্ব না করা হয়। আরও, এই সংগঠনগুলি কখনই মেয়েদের অধিকার খর্ব করে কোনও ফতোয়া জারি করেনি। অবশ্য আফগানিস্তানের পরিস্থিতি খুবই খারাব, হৃদয় বিদারক। শুধু ভয়ের চোটে সেই দেশ 🌼থেকে🧜 লক্ষাধিক মানুষ পালিযে যাচ্ছে। মহিলাদের অধিকার সেখানে খর্ব করা হচ্ছে।'