করোনা আবহে কেন্দ্রের মোদী সরকার অনবরত তোপ দেগে চলেছে কংগ্রেস। এই পরিস্থিতিতে এদিন প্রধানমন্ত্রী মোদী এবং বিজেপিকে কটাক্ষ করতে গিয়ে কংগ্রেস নেতা তথা মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ বলেন, 'ভারতের রাষ্ট্রপতি এ꧂বং প্রধানমন্ত্রী করোনা ভাইরাসের ভারতীয় প্রজাতিকে ভয় পা🃏ন।' আর কমল নাথের এই আক্রমণের পাল্টা জবাব দিতে বিজেপির হয়ে মাঠে নামেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা প্রকাশ জাভড়েকর। এদিন তিনি কমল নাথকে পালটা তোপ দেগে বলেন, 'করোনার নয়া ভ্যারিয়েন্টকে 'ভারতীয় স্ট্রেন' নাম দিয়ে দেশকে অসম্মান করেছে কংগ্রেস।'
কেন্দ্রের তরফে 'ভারতীয় ভ্যারিয়েন্ট' শব্দবন্ধটিতে প্রবলও আপত্তি জানানো হয়েছে। কেন্দ্রের দাবি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনার কোনও প্রজাতির নামের সঙ্গেই কোনও দেশের নাম যুক্ত করছে না। এই আবহে কংগ্রেসের তরফে করোনার নয়া এই প্রজাতিকে ভারতীয় স্ট্রেন নামে ডাকা আদলে দেশের অসম্মান। পাশাপাশি 'ভারতীয় ভ্যারিয়েন্ট' শব্দটি প্রয়োগ করা রুখতে সোশ্যাল মিডিয়া সংস্থাগুলি🍎কে নোটিশ পাঠিয়েছে কেন্দ্র।
এদিন কংগ্রেস নেতা বিজেপিকে তোপ দাগতে গিয়ে বলেন, 'শুরুটা হয়েছিল চিনা করোনা দিয়ে, আজ এটা ভারতীয় করোনা ভ্যারিয়েন্ট। আমাদের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি করোনার 'ভারতীয় ꧑ভ্যারিয়েন্ট'কে ভয় পান। আমাদের বিজ্ঞানীরাও নতুন প্রজাতিকে 'ভারতীয় ভ্যারিয়েন্ট' বলে উল্লেখ করছেন। শুধুমাত্র বিজেপি এবং তাঁদের উপদেষ্টারা সেসব মানতে নারাজ।'
এর জবাবে কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর বলেন, 'বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্পষ্ট করে দিয়েছে যে কোনও ভ্যারিয়েন্টের সঙ্গে ভারতের নাম তাঁরা সংযুক্ত করেননি। তা সত্ত্বেও ভারতীয় করোনা শব্দবন্ধ প্রয়োগ করে আসলে দেশকে অপমান করেছে কংগ্রেস। ওꦑরা করোনার বিরুদ্ধে দেশের লড়াইকে আরও দুর্বল♒ করছে।' এদিকে সোশ্যাল মিডিয়াকে এদিন কেন্দ্রের তরফে নির্দেশ দেওয়া হয়, 'যে সমস্ত কনটেন্ট বা প্রতিবেদনে করোনার নয়া স্ট্রেনকে 'ভারতীয় ভ্যারিয়েন্ট' বলে ডাকা হয়েছে, সেগুলিকে অবিলম্বে সরিয়ে দিতে হবে।'