বেশ কয়েকদিন আগেই ওয়ার্কিং কমিটির বৈঠক ডাকার দꦬাবি তুলে হাইকমান্ড⭕কে চিঠি দিয়েছিলেন বিদ্রোহী কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ। এরপর দলীয় পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে বৈঠক ডাকার পক্ষে সওয়াল করেছিলেন কপিল সিব্বলও। এরপরই কংগ্রেসের অন্দরের ফাটল আরও চওড়া হয়ে দেখা দেয়। এই পরিস্থিতিত লখিমপুর কাণ্ড নিয়ে রাজনৈতিক ফায়দা তুলতে এবং দলের অন্তঃকলহ দূর করতে ওয়ার্কিং কমিটি ডাকা হল। আগামী ১৬ অক্টোবর কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠক।
নাম প্রকাশে অনিচ্ছুক দুই শীর্ষ স্থানীয় কংগ্রেস নেতা হিন্দুস্তান টাইমসকে জানান যে ওয়ার্কিং কমিটির বৈঠকে পঞ্জাবে দলের অন্তর্দ্বন্দ্ব নিয়ে ওঠা বেশ কিছু প্রশ্নের জবাব দেওয়া হতে পারে জি-২৩ গো𝓀ষ্ঠীর বিদ্রোহী নেতাদের।
ত♌বে এই বৈঠকের মূল ফোকাস থাকবে কৃষক আন্দোলন এবং লখিমপুর খেরির কাণ্ড। উল্লেখ্য, লখিমপুরে গিয়েছেন দলের প্রারক্তন সভাপতি রাহুল গান্ধী এবং বর্তমানে দলের সাধারণ সম্পাদর প্রিয়াঙ্কা গান্ধী। কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব এই ঘটনাকে কেন্দ্💞র করে উত্তরপ্রদেশে নিজেদের ভাগ্য ঘোরাতে চাইছে।
উল্লেখ্য, গত মাসে, দলের বর্ষীয়ান নেতা 🔜গুলাম নবি আজাদ দলের অন্তর্বর্তীকালীন প্রধান সোনিয়া গান্ধীকে চিঠি লিখেছিলেন। পাঞ্জাব এবং গোয়া ইউনিটের রাজনৈতিক পরিস্থিতি এবং দলত্যাগের হিড়িক নিয়ে আলোচনা করার জন্য একটি ওয়ার্কিং কমিটির বৈঠক চেয়েছিলেন।